For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধুমাত্র আইপিএল ফাইনালের জন্য ডেটা প্যাক আনল জিও, কত টাকায় কত জিবি জেনে নিন

রিলায়েন্স জিও আইপিএল ফাইনালের জন্য ৮ জিবির অ্যাডঅন ডেটা প্যাক চালু করলো।

Google Oneindia Bengali News

শেষ লগ্নে এসে পৌঁছেছে আইপিএল ২০১৮। ২৭ তারিখ মুম্বইতে ফাইনাল খেলতে নামছে, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ। অনেকেই বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে খেলা দেখার পরিকল্পনা করেছেন। এই গ্রাহকদের জন্য ৮ জিবি-র নতুন অ্যাড-অন প্যাক আনল রিলায়েন্স জিও।

আইপিএল ফাইনালের জন্য ডেটা প্যাক আনল আনল জিও

ভারতীয় ক্রিকেট ভক্তরা কেউ আইপিএল ফাইনালের জমজমাট ক্রিকেট প্যাকেজ মিস করতে চান না। কিন্তু অনেককেই কাজের তাগিদে বা অন্য কারণে বাড়ির বাইরে যেতে হয়। আবার মোবাইলে খেলা দেখতে গেলে অনেকেরই ডেটা ব্যবহারের দৈনিক সীমা ফুরিয়ে যায়। তাঁরা যাতে নির্ভাবনায় খেলা দেখতে পারেন, তার জন্যই এই ৮ জিবি ফোরজি ডেটার অ্যাড অন প্যাক এনেছে জিও। মিলবে মাত্র ১০১ টাকাতেই। তবে ২৫ থেকে ২৮ মে এই চার দিনের জন্যই প্যাকটি চালু থাকবে।

তারপর ডেটা থাকলেও তার সুবিধা পাওয়া যাবে না। ডেটা ব্যবহারের দৈনিক সীমা ২ জিবি। দৈনিক সীমা ছাড়িয়ে গেলেও ইন্টারনেট সংযোগ মিলবে। তবে তখন তার গতি কমে দাঁড়াবে ৬৪ কেবিপিএস। তবে সংস্থা জানিয়েছে এটি শুধুমাত্র একটি অ্যাড-অন প্ল্যান। তাই এতে কোন কল বা এসএমএস সুবিধা থাকছে না। এই ডেটা প্ল্যানটি পেতে গেলে 'মাইজিও' অ্যাপ্লিকেশনের 'মাই প্ল্যান' বিভাগে যেতে হবে।

জানা গিয়েছে, মার্চ মাসে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও সংস্থার গ্রাহক বেড়েছে প্রায় ৬৫ লক্ষ। ফলে টেলিকম সংস্থাটির মোট গ্রাহক সংখ্যা এখন ১৮ কোটি ৬৫ লক্ষেরও বেশি দাঁড়িয়েছে। যা ভারতীয় টেলিকম বাজারে সর্বোচ্চ। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই-এর মাসিক গ্রাহক রিপোর্ট অনুযায়ী, আইডিয়া সেলুলার এবং ভারতী এয়ারটেল-এ মার্চ মাসে যথাক্রমে ৯১ লক্ষ ৪০ হাজার এবং ৮৪ লক্ষ করে গ্রাহক বেড়েছে। এই সময়কালে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল-এর নতুন গ্রাহক বেড়েছে ২৫ লক্ষ ৬০ হাজারের মতো।

English summary
Reliance Jio has launched a 8 GB add-on data pack for IPL final.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X