For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিও 'আচ্ছে দিন' শেষ, দিওয়ালি থেকে লাগু বর্ধিত পরিষেবার মূল্য

রিলায়েন্স জিও-র দিওয়ালি ধামাকা। ১৪৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনে ২ জিবি ডেটার বদলে পাবেন ৪ জিবি ডেটা। তবে খরচ বাড়ছে ৮৪ দিনের প্ল্যানের।

  • By Dibyendu
  • |
Google Oneindia Bengali News

রিলায়েন্স জিও-র দিওয়ালি ধামাকা। ১৪৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনে ২ জিবি ডেটার বদলে পাবেন ৪ জিবি ডেটা। তবে খরচ বাড়ছে ৮৪ দিনের প্ল্যানের। সুবিধা কমানো হয়েছে একাধিক প্ল্যানের।

জিও 'আচ্ছে দিন' শেষ, দিওয়ালি থেকে লাগু বর্ধিত পরিষেবার মূল্য

গতবছর সেপ্টেম্বর বাজারে আসার পর থেকে আকর্ষণীয় প্ল্যানের মাধ্যমে আস্তে আস্তে বাজার দখল করেছে রিলায়েন্স জিও। এবার পরিষেবার মূল্য বৃদ্ধির পালা। দিওয়ালি থেকে ৮৪ দিনের প্ল্যানের মূল্য বাড়াচ্ছে জিও। খরচ বাড়ছে ১৫ শতাংশ। এবার থেকে ৮৪ দিনের প্ল্যানের জন্য দিতে হবে ৪৫৯ টাকা। তবে বাকি সব সুবিধা একই থাকছে। অর্থাৎ গ্রাহক প্রতিদিন ১ জিবি করে হাইস্পিড ডেটা পাবেন। সঙ্গে থাকছে ফ্রি-কলের সুযোগ। কোম্পানির ওয়েবসাইটে এই তথ্য দেওয়া হয়েছে।

জিও নতুন এক সপ্তাহের ভ্যালিডিটির প্ল্যানের জন্য মূল্য ধার্য করা হয়েছে ৫২ টাকা এবং দু-সপ্তাহের ভ্যালিডিটির প্ল্যানের মূল্য ধার্য করা হয়েছে ৯৮ টাকা। এই দুটি প্ল্যানে রয়েছে ফ্রি ভয়েস কল, এসএমএস এবং প্রতিদিন ০.১৫ জিবি করে ডেটা।

জিও-র সব প্ল্যানের জন্যই ফ্রি ভয়েস কলের সুবিধা অখুণ্ণ রাখা হয়েছে।

জিও-র ৪৫৯ টাকার প্ল্যানের গ্রাহকরা পাবেন প্রতিদিন ১ জিবি করে হাইস্পিড ডেটা ৮৪ দিনের জন্য। তবে ১ জিবি শেষ হয়ে গেলে ডেটার স্পিড কমে যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও।

৫০৯ টাকার স্কিমের সুবিধা কমিয়েছে জিও। ৫৬ দিনের বদলে এই সুবিধা পাওয়া যাবে ৪৯ দিনের জন্য। এই প্ল্যানে রয়েছে প্রতিদিন ২ জিবি করে ডেটা ব্যবহারের সুবিধা। তবে ডেটার স্পিড ১১২ জিবি থেকে কমে হবে ৯৮ জিবি। এই প্ল্যানের অধীনে ডেটার মূল্য প্রতি জিবি ৫.২ টাকা।

অন্যদিকে, ৯৯৯ টাকার প্ল্যানের সুবিধাও কমানো হয়েছে। ৩ মাসে ৯০ জিবি ৪জি ডেটার বদলে পাওয়া যাবে ৬০ জিবি ডেটা।

জিওর ১৯৯৯ জিবির প্ল্যানে থাকছে ৬ মাসের ভ্যালিডিটি এবং ১২৫ জিবি হাইস্পিড ডেটা।

English summary
The subscribers of Reliance Jio Rs. 149 plan will benefit as the user will get 4GB of data for each billing cycle of 28 days under the new scheme 'Diwali Dhamaka' comparred to 2 GB bing offered at present.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X