For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ থেকে শুরু জিও ফোনের অগ্রিম বুকিং, কীভাবে করবেন জেনে নিন এখুনি

আজ বৃহস্পতিবার থেকে জিও ফোনের অগ্রিম বুকিং শুরু হয়ে যাচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

বাজেট ফোন অথচ ৪জি সুবিধাপ্রাপ্ত। এই ফোন নিয়েই বাজারে আসতে চলেছে বলে ঘোষণা করেছে রিলায়েন্স জিও। অপেক্ষা আর কয়েকদিনের তার মধ্যেই বাজারে চলে আসবে এই নতুন সস্তার ৪জি ফোন। তবে তার আগে আজ বৃহস্পতিবার থেকে অগ্রিম বুকিং শুরু হয়ে যাচ্ছে।

আজ থেকে শুরু জিও ফোনের অগ্রিম বুকিং, কীভাবে করবেন জেনে নিন

মাত্র ৫০০ টাকা দিলে এদিন সন্ধ্যা থেকেই জিও ফোনের বুকিং করা যাবে। নিজস্ব কর্মীদের তো বটেই পাশাপাশি রিটেল চেন 'দ্য মোবাইল স্টোর' ও সঙ্গীতা মোবাইলস স্টোরে কর্মী রেখে সাধারণ মানুষকে জিও ফোন সম্পর্কে জানানো হবে।

জানা গিয়েছে, এদিন থেকে প্রি-বুকিংয়ের সময়ে মাত্র ৫০০ টাকা দিতে হবে। এবং ফোন যখন ডেলিভারি করা হবে তখন বাকী ১ হাজার টাকা দিতে হবে। ধীরে ধীরে মোট ৫০ লক্ষ করে জিও ফোন বাজারে ছাড়া হবে। তিনবছর পর কেউ ফোন ফেরত দিতে চাইলে পুরো টাকা ফেরত দেওয়া হবে বলে আগেই সংস্থার তরফে জানানো হয়েছে। অর্থাৎ একেবারে বিনামূল্যে জিরো এফেক্টিভ প্রাইস-এ জিও ফোন ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

English summary
Reliance Jio Phone handset booking begins Thursday evening
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X