For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিও-র নতুন শুল্ক ঘোষণা! এবার অন্য নেটওয়ার্কে কথা বলতে দিতে হবে চার্জ

এবার থেকে রিলায়েন্স জিও-র নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কথা বলতে গেলেই বাড়তি পয়সা গুণতে হবে। মূলত প্রতিদ্বন্দ্বী নেটওয়ার্কে কথা বলতে লগেলে মিনিটে ৬ পয়সা করে দিতে হবে যে কোনও জিও গ্রাহককে।

  • |
Google Oneindia Bengali News

এবার থেকে রিলায়েন্স জিও-র নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কথা বলতে গেলেই বাড়তি পয়সা গুণতে হবে। মূলত প্রতিদ্বন্দ্বী নেটওয়ার্কে কথা বলতে লগেলে মিনিটে ৬ পয়সা করে দিতে হবে যে কোনও জিও গ্রাহককে। আন্তঃসংযাগ ব্যবহারের চার্জ কিংবা নেটওয়ার্ক সংযোগ চার্জ না তুলে দেওয়া পর্যন্ত এই শুল্ক বলবত থাকবে। তবে গ্রাহতদের ক্ষতি পুষিয়ে দিতে বন্দোবস্তও রাখছে জিও। যে মূল্যের কথা কোনও গ্রাহক অন্য নেটওয়ার্কে বলবেন, সেই মূল্যের ফ্রি ডেটা দেওয়া হবে।

জিও-র নতুন শুল্ক ঘোষণা! এবার অন্য নেটওয়ার্কে কথা বলতে দিতে হবে চার্জ

২০১৬-র সেপ্টেম্বরে জিও চালু হওয়ার পর এই প্রথমবার গ্রাহকদের ওপর অন্য নেটওয়ার্কে ফোনের জন্য বাড়তি শুল্ক ধার্য করা হল। জিও থেকে জিও-তে কলের ক্ষেত্রে বাড়তি কোনও শুল্ক লাগবে না। হোয়াটসঅ্যাপ কিংবা ইনকামিং কলের ক্ষেত্রেও শুল্কের কোনও পরিবর্তন হচ্ছে না।

বর্তমানে জিও-তে ডেটার জন্যই টাকা নেওয়া হয়। এছাড়া দেশের যে কোনও জায়গায়, যে কোনও নেটওয়ার্কে ভয়েস কলের ক্ষেত্রে কোনও শুল্ক নেই।

টেলিতম নিয়ন্ত্রণকারী সংস্থা ট্রাই ২০১৭ সালে তথাকথিত ইন্টারকানেক্ট চার্জ হিসেবে প্রতি মিনিটে ৬ পয়সা হিসেবে ধার্য করেছিল। সেই নির্দেশিকা ২০২০-র জানুয়ারি পর্যন্ত বলবত থাকার কথা।

এতদিন পর্যন্ত জিওতে সব ভয়েস কল ফ্রি থাকায় ইন্টারকানেক্ট চার্জ হিসেবে এয়ারটেল এবং ভোডাফোনকে ১৩,৫০০ কোটি টাকা দিতে হয়েছে।

English summary
Reliance Jio has decided to charge its customers 6 paise per minute for voice call to other network
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X