For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের ১০০০টি শহরে শীঘ্রই শুরু হতে চলেছে রিলায়েন্স জিও–এর ৫জি পরিষেবা

Google Oneindia Bengali News

সময় যত এগোচ্ছে প্রযুক্তি বিদ্যাও ততটাই উন্নতি করছে। আর এই প্রবাহমান যুগের সঙ্গে ভাসতে হচ্ছে আমাদেরকেও। ২জি, ৩জি, ৪জির দিন যে এখন শেষ তা বুঝিয়েছে টেলিকম সংস্থাগুলি। সম্প্রতি রিলায়েন্স জিও–এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে তাদের ভারতের জন্য পরিকল্পিত ৫জি দেশের হাজারটি বড় শহরকে কভার করবে। রিলায়েন্সের ঘোষণার পর ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (‌ডট)‌ ঘোষণা করেছে যে ভারতে শীঘ্রই শুরু হবে ৫জি পরিষেবা।

রিলায়েন্স জিও–এর ৫জি পরিষেবা

জিও অবশ্য জানিয়েছিল যে স্বাস্থ্যসেবা ও শিল্প অটোমেশনের ক্ষেত্র জুড়ে ৫জি নেটওয়ার্কের প্রভাব নিয়ে পরীক্ষা চলছে। জিও ৫জি পরিষেবা গোটা ভারতে চালু করার পরিকল্পনা করলেও ডটের পক্ষ থেকে ঘোষণা করে বলা হয়েছে প্রাথমিকভাবে মাত্র ১৩টি বড় শহরগুলিতে প্রাথমিকভাবে এই ৫জি পরিষেবা উপলব্ধ হবে।

এখানে উল্লেখ্য যে সংস্থা একটি ৫জি ডেটা–চালিত নেটওয়ার্কে কাজ করছে, যা উচ্চ-ব্যবহার এবং উচ্চ-ধারণার অবস্থানগুলিকে লক্ষ্য করার জন্য সুনির্দিষ্ট কভারেজ পরিকল্পনার লক্ষ্যে তাপ মানচিত্র, থ্রিডি মানচিত্র এবং রে–ট্রেসিং প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যযুক্ত গ্রাহক খরচের আয়ের উপর ভিত্তি করে তৈরি করা হবে। প্রাথমিক পর্যায়ে যেই স্থানগুলিতে গ্রাহকদের খরচের প্রবণতা বেশি, সেখানেই ৫জি আগে চালু হবে। জিও এও জানিয়েছে যে তারা হোয়াটসঅ্যাপের সঙ্গে সমন্বয় সাধন করে প্রিপেইড রিচার্জে গ্রাহকদের অভিজ্ঞতা জানবে এবং জিও জানায়, ২০২১-এর ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার নেট মুনাফা গত বছরের তুলনায় ৮.৮% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে জিও–এর প্রতি ব্যবহারকারীর গড় আয় (আর্পু) আগের ত্রৈমাসিকে ১৪৩.৬ টাকা থেকে মাসে মাসে (অক্টোবর–ডিসেম্বর ২০২১) বেড়ে ১৫১ টাকা হয়েছে। এটি সম্ভবত দেশে নতুন জিও রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির কারণে।

গত বছরের ডিসেম্বরেই এই ফিফথ জেনারেশন বা ৫জি টেলিকম সার্ভিসের কথা ঘোষণা করা হয়েছিল। সেই সময় ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এই ৫জি পরিষেবার মহড়া দিতে শুরু করে দিয়েছিল। সেই সময় টেলিকমিউনিকেশন মন্ত্রক জানিয়েছিল যে, দেশের মেট্রো ও বড় শহরগুলিতে এই প্রথম ৫জি পরিষেবা চালু হবে।

English summary
Reliance Jio 5G service is going to be launched in India soon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X