For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাইব্রিড অনলাইন-টু-অফলাইন নয়া প্ল্যাটফর্মে ব্যবসা ছড়াতে চান মুকেশ আম্বানি, বিস্তারিত জানুন

রিলায়েন্স একটি নয়া হাইব্রিড অনলাইন-টু-অফলাইন বাণিজ্য প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করছে।

Google Oneindia Bengali News

মুকেশ আম্বানি বলেন, একটি নয়া হাইব্রিড অনলাইন-টু-অফ-অফলাইন বানিজ্য প্ল্যাটফর্ম গঠনেই রিলায়েন্সের বৃদ্ধির সবচেয়ে বড় সুযোগ রয়েছে। এতে রিলায়েন্স রিটেইল লিমিটেড ও রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড - সংস্থার এই দুই শাখাকেই কাজে লাগানো হবে বলেও জানান তিনি।

হাইব্রিড অনলাইন-টু-অফলাইন মার্কেট গড়তে চান মুকেশ আম্বানি

ভারতে এখনো অবধি প্রচলিত যে ইকমার্স ব্যবস্থা রয়েছে তার থেকে সম্পূর্ণ অন্যরকম হবে রিলায়েন্সের এই নয়া প্ল্যাটফর্ম। এতে একেবারে অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করা হবে। ব্যবহৃত হবে অগমেন্টেড রিয়েলিটি, হলোগ্রাফস এবং ভার্চুয়াল রিয়েলিটি। ফলে ঘরে বসে অনলাইন শপিং-ই হয়ে উঠবে বাজারে গিয়ে দেখে শুনে কেনাকাটার করার মতো।

ভারতে ইকমার্সের ভবিষ্যত যে উজ্জ্বল তা সবাই একবাক্য়ে স্বীকার করেন। রিসার্চ ফার্ম ইমার্কেটারের হিসেবে ২০২২ সালে ৭২ বিলিয়ন ডলারে পৌঁছবে ভারতের ই-কমার্সের বাজার। চলতি বছরে ষেখানে এই বাজারের মোট মূল্য ৩২.৭ বিলিয়ন ডলার। এই বাজার ধরতেই মার্কিন অফলাইন খুচরো বাজারের সংস্থা ওয়ালমার্ট ভারতের ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ৭৭ শতাংশ শেয়ার কিনেছে। এখন নতুন প্ল্যাটফর্ম দিয়ে রিলায়েন্স বাজার ধরতে পারে কিনা সেটাই দেখার।

English summary
Reliance is planning to create a hybrid, online-to-offline new commerce platform.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X