For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিলায়েন্স জিও-র নয়া ঘোষণায় বিপদে কেবল অপারেটররা, পড়ল সবার শেয়ার দর

রিলায়েন্স জিও এই বছরের ১৫ আগস্ট ভারতের ১১০০ টি শহরে একসঙ্গে জিও গিগাফাইবার নামে নতুন ফিক্সড লাইন ব্রডব্যান্ড পরিষেবা চালু করছে।

Google Oneindia Bengali News

দুবছর আগে আবির্ভাবেই ভারতে চালু অন্যান্য টেলিকম ও মোবাইল ডাটা পরিষেবা সংস্থাগুলির ভিত নড়বড়ে কররে দিয়েছিল রিলায়েন্স জিও। এবার হোম এন্টারটেইনমেন্টের ছবিটাই তারা পাল্টে দেবে বলে দাবি করলেন মুকেশ আম্বানি। ১৫ আগস্ট তারিখে এই টেলিকম সংস্থা ফিক্সড লাইন ব্রডব্যান্ড পরিষেবা চালু করছে, নাম দেওয়া হয়েছে জিও গিগাফাইবার।

হোম এন্টারটেইনমেন্টে বিপ্লব আনছে রিলায়েন্স জিও

এই পরিষেবায় একটি রাউটার ও একটি সেটটপ বক্স ও একটি ল্যান্ডফোন দেওয়া হবে। অর্থাত ব্রডব্যান্ড, টিভি ও ফোন পরিষেবা - তিনটিই মিলবে। রিলায়েন্স সংস্থার দাবি মাল্টিপার্টি ভিডিও কনফারেন্স, ভয়েস অ্যাকটিভেটেড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হোম সার্ভেলেন্স সলিউশন -এর মতো অত্যাধুনিক ব্যবস্থায় আমুল বদলে যাবে ভারতের হোম এন্টারটেইনমেন্ট অভিজ্ঞতা। তবে এর জন্য কত গুনাগার দিতে হবে তা এখনও জানা যায়নি।

একসঙ্গে ১ হাজার ১০০ টি শহরে আত্মপ্রকাশ করবে রিলায়েন্স জিও-র এই নয়া পরিষেবা। সংস্থার বার্ষিক শেয়ার হোল্ডারদের মিটিং-এ মুকেশ আম্বানি দাবি করেছেন, এর আগে বিশ্বের কোথাও এত বড় গ্রিনফিল্ড ফিক্সড-লাইন ব্রডব্যান্ড পরিষেবা চালু হয়নি। অবশ্য এখনও বানিজ্যিকভাবে সম্পূর্ণ নয় এই পরিষেবা। বিটা সংস্করণের পরীক্ষা নিরীক্ষা চলছে।

উন্নত যোগাযোগ পরিকাঠামো থাকা দেশগুলিতে ৮০ শতাংশ ডাটা ব্য়বহৃত হয় ফিক্সড লাইনের মাধ্যমে বলে জানান মুকেশ। মোবাইল ব্রডব্যান্ড পরিষেবায় ভারত এক লাফে অনেকটা এগিয়ে গেলেও এখনও বিশ্বে ফিক্সড লাইন ব্রডব্যান্ড ব্যবহারের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে।

এর মূল কারণ পরিকাঠামোর অভাব বলেই দাবি করেন মুকেশ। এই জায়গাটাই বদলাতে চাইছে রিলায়েন্স। ফিক্সড-লাইন ব্রডব্যান্ড ব্যবহারের ক্ষেত্রে ভারতকে বিশ্বের প্রথম ৫টি দেশের মধ্যে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য বলে জানিয়েছেন রিয়ালেন্স ইন্ডাস্টিজ লিমিটেডের চেয়ারম্যান।

বৃহস্পতিবারের এই ঘোষণাতেই আসন টলমল কেবল টিভি অপারেটরদের। হ্যাথওয়ে, ডেন নেটওয়ার্ক, জিডিপিএল হ্যাথওয়ে, সিটি নেটওয়ার্কস - ভারতে চালু প্রায় প্রত্যেকটি কেবল অপারেটর সংস্থারই উল্লেখযোগ্য হারে শেয়ারের দর পড়েছে। বাজার বন্ধের সময় একমাত্র ডিস টিভি-র দর বেড়েছিল। তাও অবশ্য অতি সামান্য, মাত্র ০.৬ শতাংশ। রিলায়েন্সের শেয়ার হোল্ডাররা অবশ্য এরপরেও বিশেষ সন্তুষ্ট নন। কারণ, রিলায়েন্সের স্টকও ২.৫ শতাংশ কমেই বন্ধ হয়। তবে নয়া পরিষেবার হাত ধরেই ঘুরে দাঁড়াতে চাইছে রিলায়েন্স, বিপ্লব আনতে চাইছে ভারতের হোোম এন্টারটেইনমেন্ট জগতে।

English summary
Reliance Jio to launch fixed-line broadband services, called Jio Gigafiber in India's 1100 cities together on 15 August this year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X