For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরপর ৯ বছর নিজের মাইনে বাড়াননি মুকেশ আম্বানি, তবে কত কোটি তাঁর বার্ষিক আয় জানেন কি

রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি পরপর ৯ বছর নিজের মাইনে বাড়াননি।

  • |
Google Oneindia Bengali News

রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি পরপর ৯ বছর নিজের মাইনে বাড়াননি। এমনকী বোর্ড সদস্যদের যেমন স্টক নেওয়ার সুযোগ থাকে, সেটাতেও তিনি হাত বাড়াননি। সবমিলিয়ে গত নয় বছর ধরে নিজের মাইনে ১৫ কোটি টাকাতেই সীমাবদ্ধ রেখেছেন তিনি।

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। তা সত্ত্বেও মাইনে, ভাতা, কমিশন মিলিয়ে ২০০৮-০৯ সাল থেকে এই মাইনেই নিয়ে চলেছেন তিনি। অথচ গত কয়েকবছরে কোম্পানি মুনাফা লাভের দিক থেকে একের পর এক শৃঙ্গ জয় করে চলেছে। তা সত্ত্বেও নিজের মাইনে বাড়ানোর কথা ভাবেননি তিনি।

পরপর ৯ বছর নিজের মাইনে বাড়াননি মুকেশ, তবে কত কোটি আয় জানেন

২০১৬-১৭ সালে রিলায়েন্সের বার্ষিক রিপোর্ট বলছে, ৩৮.৭৫ কোটি টাকা পর্যন্ত মঞ্জুর করা ছিল। তবে সেই পথে না হেঁটে নিজের মাইনে এবছরও না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুকেশ। এবং ব্যক্তিগত স্তরে কোম্পানির প্রধান হিসাবে দৃষ্টান্ত তৈরির চেষ্টা করেছেন।

রিলায়েন্স গোষ্ঠীর বাকী এক্সিকিউটিভ ডিরেক্টররাও মাইনের পাশাপাশি স্টক অপশন বেছে নেন তবে ডিরেক্টর নিজে সেদিকে হাঁটেননি।

English summary
Reliance Industries’ Mukesh Ambani keeps annual salary unchanged at Rs 15 crore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X