For Quick Alerts
For Daily Alerts
অ্যামাজনকে টেক্কা দিতে ফিউচার গ্রুপের ব্যবসা কিনল মুকেশের রিলায়েন্স
অ্যামাজনকে টেক্কা দিতে আরও জোর কদমে বাজারে নেমে পড়ল মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠী। শনিবার সংস্থার তরফে জানানো হয়েছে, ২৪৭১৩ কোটি টাকার বিনিময়ে ফিউচার গ্রুপের ব্যবসা- এক্ষেত্রে পাইকারি ও খুচরা ব্যবসা, লজিস্টিক ব্যবসাকে অধিগ্রহণ করা হয়েছে।

এদিন জানানো হয়েছে, রিলায়েন্স রিটেল রেঞ্জার্স লিমিটেড ফিউচার গ্রুপের খুচরো ও পাইকারি ব্যবসাকে অধিগ্রহণ করেছে। পাশাপাশি লজিস্টিক এবং ওয়ারেহাউসিংকেও অধিগ্রহণ করা হয়েছে।
এই অধিগ্রহণের পর আরও কয়েক শ' কোটি টাকা এই সংস্থায় রিলায়েন্স বিনিয়োগ করবে বলে এদিন জানানো হয়েছে। এই অধিগ্রহণের ফলে বহু ছোট ব্যবসায়ী ও আর্থিক ভাবে ধুঁকতে থাকা ব্যক্তিরা উপকৃত হবেন। ফিউচার গ্রুপও এই চুক্তি রিলায়েন্সের সঙ্গে করতে পেরে আনন্দ প্রকাশ করেছে।

করোনা রোগীরা বাড়ির ঠিকানা গোপন করায় কনটেনমেন্ট জোন নিয়ে বাড়ছে বিভ্রান্তি