For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিয়েল এস্টেট সেক্টর, নতুন ট্যাক্স কাঠামোয় আনতে বড় অনুমোদন জিএসটি কাউন্সিলের

রিয়েল এস্টেট সেক্টরকে নতুন ট্যাক্স কাঠামোয় আনার জন্য একটি ট্রানজিশন প্ল্যান অনুমোদন করেছে জিএসটি কাউন্সিল।

Google Oneindia Bengali News

১ এপ্রিল থেকেই রিয়েল এস্টেট সেক্টরকে নতুন কর কাঠামোয় আনতে একধাপ এগলো জিএসটি কাউন্সিল। মঙ্গলবার, এই লক্ষ্যে নতুন 'ট্রানজিশন প্ল্যান' অনুমোদন করা হল। নির্মীয়মান প্রজেক্টগুলিকেও নতুন কর ব্যবস্থায় আসার সুযোগ দেওয়া হবে। সেই সঙ্গে জানানো হয়েছে ৮০ শতাংশ নির্মান সামগ্রী নথিভুক্ত ডিলারের কাছ থেকে নিতে হবে।

রিয়েল এস্টেট সেক্টরের জন্য় নতুন পরিকল্পনা

গত ২৪ ফেব্রুয়ারি জিএসটি কাউফন্সিলের ৩৩তম বৈঠকে আবাসন বিষয়ে নতুন কর নির্ধারিত হয়েছিল। সিদ্ধান্ত হয় 'অ্যাফর্ডেবল সেগমেন্ট'-এর বাইরে ইনপুট ট্যাক্স ক্রেডিট ছাড়া জিএসটিতে ৫ শতাংশ ছাড় দেওয়া হবে। আর 'অ্যাফর্ডেবল সেগমেন্ট'-এর ভিতরে ট্যাক্স ক্রেডিট ছাড়া জিএসটিতে ১ শতাংশ ছাড় দেওয়া হবে।

'অ্যাফর্ডেবল সেগমেন্ট'-এ ধরা হয়েছে মেট্রোপলিটন শহরের বাইরে ৯০ বর্গমিটার 'কার্পেট এরিয়া'-র আবাসন, মেট্রোপলিটন শহরে ৬০ বর্গমিটার 'কার্পেট এরিয়া'-র আবাসন এবং দুই ক্ষেত্রেই ৪৫ লক্ষ টাকা পর্যন্ত মূল্য়ের আবাসনকে।

মেট্রোপলিটন শহরের তালিকায় রয়েছে - বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি এনসিআর (দিল্লি, নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদ), হায়দরাবাদ, কলকাতা এবং মুম্বই।

English summary
GST Council approved a transition plan of new tax structure for the Real Estate Sector.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X