For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Post Office Scheme: পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম! ১০ হাজার টাকা রেখে পান ১৬ লক্ষ টাকা

Post Office Scheme: পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম! ১০ হাজার টাকা রেখে পান ১৬ লক্ষ টাকা

  • |
Google Oneindia Bengali News

সাধারণভাবে কোনও বিনিয়োগের (investment) সঙ্গে ঝুঁকির বিষয়টিও যুক্ত থাকে। সেক্ষেত্রে অনেকেই চান নিরাপদ বিনিয়োগ। ঝুঁকি কম আর ভাল রিটার্ন যদি কিছু থাকে তাহলে তো কথাই নেই। এক্ষেত্রে পোস্ট অফিসের (post office) সঞ্চয় প্রকল্প পছন্দের জায়গা হতে পারে।

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে বিনিয়োগ (RD)

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে বিনিয়োগ (RD)

পোস্ট অফিসের রিকারিং ডিপোজিট তথা আরডি হল সরকারি গ্যারান্টিযুক্ত একটি স্কিম। ভাল সুদের হারে ছোট কিস্তিতে জমা দেওয়া যায়। ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। এধানে সর্বাধিক বিনিয়োগের কোনও সীমা নেই। বিনিয়োগকারী যত খুশি টাকা বিনিয়োগ করতে পারেন।

এই স্কিমের অ্যাকাউন্ট পাঁচ বছরের জন্য খোলা যায়। এছাড়াও ছয়মাস, ১ বছর, ২ বছর এবং ৩ বছরের রেকারিং ডিপোজিটের অ্যাকাউন্টও খোলা যায়। জমা দেওয়া টাকার ওপরে বার্ষিক হারে সুদ গণনা করা হয়। প্রতি ত্রৈমাসিকের শেষে এটি কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে যোগ করা হয়।

কত সুদ

কত সুদ

বর্তমানে এই স্কিমে সুদের হার ৫.৮%। এই সুদের হার পাওয়া যাচ্ছে ২০২০-র ১ এপ্রিল থেকে। তবে ভারত সরকার প্রতি ত্রৈমাসিকের এই ধরনের স্বল্প সঞ্চয়ের সুদের হার নির্ধারণ করে থাকে।

প্রতিমাসে ১০ হাজার রাখলে পাবেন ১৬ লক্ষ টাকা

প্রতিমাসে ১০ হাজার রাখলে পাবেন ১৬ লক্ষ টাকা

যদি কোনও বিনিয়োগকারী ১০ বছরের জন্য পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট স্কিমে প্রতি মাসে ১০ হাজার টাকা করে রাখেন, তাহলে ১- বছর পরে ৫.৮% হিসেবে ১৬ লক্ষ টাকা পাবেন। সুদের হার একই থাকলে পাওয়ার কথা ১৬,২৮, ৯৬৩ টাকা।

আরডি অ্যাকাউন্ট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

আরডি অ্যাকাউন্ট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

এই অ্যাকাউন্ট নিয়মিত অর্থাৎ প্রতিমাসে টাকা জমা করতে হবে। না হলে প্রতিমাসে এক শতাংশ হারে জরিমানা দিতে হবে। ৪ টি কিস্তি বাদ পড়লে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

আরডি-তে ট্যাক্স

আরডি-তে ট্যাক্স

রেকারিং ডিপোজিটে টিডিএস কাটা হয়। যদি জমার পরিমাণ ৪০ হাজারের বেশি হয়, তাহলে বার্ষিক ১০ শতাংশ হাতে ট্যাক্স কাটা হয়। আরডিতে পাওয়া সুদও করযোগ্য। কিন্তু ম্যাচিওরিটিতে তা করযোগ্য নয়। তবে করছাড়ের জন্য বিনিয়োগের সময় 15G আর বয়স্ক নাগরিকদের জন্য 15H ফর্ম পূরণ করে জমা দিতে হবে।

ব্যাঙ্কেও রেকারিং ডিপোজিট

ব্যাঙ্কেও রেকারিং ডিপোজিট

ডাকঘর ছাড়াও সরকারি ও বেসরকারি ব্যাঙ্কেও রেকারিং ডিপোজিটের সুবিধা পাওয়া যায়।ইয়েস ব্যাঙ্কে সুদের হার ৭ শতাংশ, যেখানে টাকা রাখা যায় ১২ থেকে ৩৩ মাসের জন্য। এইচডিএসসি ব্যাঙ্কে সুদের হার ৫.৫শতাংশ, যেখানে টাকা রাখা যায় ৯০ থেকে ১২০ দিন। অ্যাক্সিস ব্যাঙ্কে সুদের হার ৫.৫০ শতাংশ, যেখানে টাকা রাখা যায় ৫ থেকে ১০ বছরের জন্য। স্টেট ব্যাঙ্কে সুদের হার ৫.৪০ শতাংশ, যেখানে টাকা রাখা যায় ৫ থেকে ১০ বছরের জন্য।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
As Post Office Schemes are protected and Guaranteed one can get Rs 16 lakhs by depositing Rs 10 thousand per month in 10 yrs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X