For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন ১ হাজারের নোট কবে আসছে, দিনক্ষণ প্রকাশ সংবাদমাধ্যম সূত্রে

বাতিল হওয়া ১ হাজারের নোট খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে

  • |
Google Oneindia Bengali News

গতবছরের শেষে বাতিল হওয়া ১ হাজারের নোট খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে। গত নভেম্বরে নোট বাতিলের ঘোষণার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ ও ১ হাজার টাকার নোট বাজার থেকে তুলে দেওয়ার ঘোষণা করেন।

নতুন ১ হাজারের নোট কবে আসছে, দিনক্ষণ ঘোষণা আরবিআইয়ের

জানা গিয়েছে, ১ হাজার টাকার নতুন নোট নতুন নকশা ও বৈশিষ্ট্য নিয়ে আগামী ডিসেম্বরের মধ্যেই বাজারে চলে আসবে। ডিএনএ সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সরকার খুব তাড়াতাড়ি নতুন ১ হাজার টাকার নোট ছাপতে শুরু করবে।

এই মুহূর্তে বাজারে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ২ হাজার টাকার নোট রয়েছে। ৫০০ ও ২ হাজারের মধ্যে দূরত্ব ঘোঁচাতে তাই ১ হাজারের নোট বাজারে ছাড়া বিশেষ প্রয়োজন বলে মনে করা হচ্ছে। এর ফলে আমজনতার প্রভূত সুবিধা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরাও।

তবে নোট বাজারে আসার পর কবে থেকে এটিএমে পাওয়া যাবে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। কারণ নতুন নোট বাজারে এলে ফের একবার এটিএমে ছোটখাটো বদলের প্রয়োজন পড়বে। তা করার পরই নতুন ১ হাজারের নোট এটিএমে পাওয়া যাবে।

গত ২৫ অগাস্ট আরবিআই ২০০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে এনেছে। আর কয়েকমাস পরে বাকী থাকা ১ হাজারের নোটও বাজারে চলে এলে নোটের মাঝে সামঞ্জস্যতা ফের ফিরে আসবে বলে বিশেষজ্ঞদের ধারণা।

English summary
RBI may bring back all-new Rs 1,000 note by December
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X