For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুটি ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার আরবিআই-এর! সুবিধা বাড়তে চলেছে ব্যাঙ্কের সাধারণ গ্রাহকদের

ব্যাঙ্কের সাধারণ গ্রাহকদের সুবিধা বাড়তে চলেছে। এদিন আরবিআই-এর তরফে জানানো হয়েছে, আরটিজিএস এবং এনইএফটির জন্য এবার থেকে কোনও শুল্ক লাগবে না।

  • |
Google Oneindia Bengali News

ব্যাঙ্কের সাধারণ গ্রাহকদের সুবিধা বাড়তে চলেছে। এদিন আরবিআই-এর তরফে জানানো হয়েছে, আরটিজিএস এবং এনইএফটির জন্য এবার থেকে কোনও শুল্ক লাগবে না। এবার ব্যাঙ্কগুলির দায়িত্ব সুবিধা সারাধণের নাগালের মধ্যে নিয়ে আসা। জানানো হয়েছে আরবিআই-এর তরফে। তবে এক সপ্তাহের মধ্যে ব্যাঙ্কগুলি থেকে এই সংক্রান্ত নির্দেশিকা বের করা হবে। আরটিজিএস এবং এনইএফটির মাধ্যমে যে কোনও গ্রাহক হাতে টাকা না নিয়েই লেনদেনে অংশ নিতে পারেন।

আরটিজিএম-এর শুল্ক

আরটিজিএম-এর শুল্ক

আরবিআই-এর এই সিদ্ধান্তে ডিজিটাল ফান্ড ট্রান্সফার আরও বেশি করে হবে বলেই মনে করা হচ্ছে। বর্তমানে দেশের সব থেকে বড় ব্যাঙ্ক এসবিআই এনইএফটির মাধ্যমে
৫ থেকে ৫০ টাকা আরটিজিএস-এর মাধ্যমে পাঠাতে ১ থেকে ৫ টাকা শুল্ক ধার্য করে থাকে।

এটিএম নিয়ে কমিটি গঠন

এটিএম নিয়ে কমিটি গঠন

এটিএম ব্যবহারে যে শুল্ক লাগু রয়েছে, তার পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। কেননা সাধারণের মধ্যে এটিএম ব্যবহারের প্রবণতা বাড়ছে। এছাড়াও আরবিআই-এর ওপর চাপ রয়েছে, এটিএম সংক্রান্ত শুল্ক এবং ফি পরিবর্তনের জন্য। আরবিআই গঠিত কমিটির শীর্ষে থাকবেন, ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের চিফ এগজিকিউটিভ অফিসার।

বাড়ানো হয়েছে আরটিজিএস-এর সময়ও23

বাড়ানো হয়েছে আরটিজিএস-এর সময়ও23

সম্প্রতি আরবিআই-এর তরফে সারাদিনে আরটিজিএস করার সময় দেড় ঘন্টা বাড়ানো হয়েছে।

English summary
RBI has decided to remove charges on RTGS and NEFT. RBI says banks will be requiredin turn to pass these benefit to their customers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X