For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরবিআই কেন্দ্রের 'চিয়ার লিডার' নয়, বিস্ফোরক প্রাক্তন আরবিআই গভর্নর

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কেন্দ্রীয় সরকারের সমালোচক বা চিয়ার লিডার কোনওটাই নয়, নিজের বইয়ে এমনই লিখেছেন আরবিআই-এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কেন্দ্রীয় সরকারের সমালোচক বা চিয়ার লিডার কোনওটাই নয়। তাঁর বই 'আই ডু হোয়াট আই ডু : অন রিফর্মস, রেটোরিক অ্যান্ড রিসলভ'-এ এমনটাই লিখেছেন আরবিআই-এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। আরবিআই গভর্নরের অন্যতম কাজ হল, অর্থনীতি বিপদে পড়লে তা কেন্দ্রীয় সরকারকে জানানো।

আরবিআই কেন্দ্রের 'চিয়ার লিডার' নয়, বিস্ফোরক প্রাক্তন আরবিআই গভর্নর

প্রাক্তন গভর্নর আগেই জানিয়েছেন, নোট বাতিলের প্রভাব সম্পর্কে তিনি কেন্দ্রকে আগেই জানিয়েছিলেন। এমনকী এই সিদ্ধান্তের ফলে যে দেশের আর্থিক বৃদ্ধি ধাক্কা খাবে তাও আগেই জানিয়েছিলেন বলে দাবি করেছেন রাজন। তাঁর বইয়ে তিনি এরকমই আরও বেশ কিছু তথ্য তুলে ধরেছেন তিনি। নিজের বইয়ে রঘুরাম রাজন জানিয়েছেন, আরবিআই গভর্নরকে একজন আমলা বলেই সবাই ভুল করে। তাই যদি হত, তাহলে তাঁকে কেন্দ্র বা রাজ্য সরকারের হয়েই কথা বলতে হবে। সেক্ষেত্রে অর্থনীতি নিয়ে স্বাধীনভাবে কোনও পরামর্শ দেওয়া তাঁর কাজ হত না ।

কিন্তু আরবিআই-এর গভর্নরকে তাঁর দায়িত্ব বুঝতে হবে বলেই লিখেছেন রঘুরাম রাজন। তাঁর দাবি, সরকারকে অর্থনৈতিক পরিকাঠামো সম্পর্কে বোঝানোর পাশাপাশি প্রয়োজনে কঠোরভাবে 'না' বলতে হবে। সরকারও যদি আরবিআই গভর্নরকে একজন আমলা হিসেবেই ভাবতে শুরু করে তাহলে সরকারই আশাভঙ্গ হবে যখন দেখবে তার মর্জিমত আরবিআই গভর্নর কাজ করছেন না। সেইসঙ্গে ক্ষতি হবে দেশের অর্থনীতিরও।

তবে সরকারের সঙ্গে সঙ্গে বিরোধীদেরও ছাড়েননি রঘুরাম রাজন। বিভিন্ন ঝুঁকি নিয়ে সরকারকে মতামত দিলেও আরবিআই গভর্নর যে বিরোধীদের এজেন্ট নন, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। গত সপ্তাহে আরবিআই রিপোর্টে বলা হয়েছে, বাতিল হওয়া ১০০০ টাকার নোটের প্রায় ৯৯ শতাংশই ফিরে এসেছে রিজার্ভ ব্যাঙ্কের কাছে। কোনঠাসা হয়ে কেন্দ্রীয় সরকার দাবি করে, এই নোট বাতিলের সুদুর প্রসারি ফল পাওয়া যাবে। কেন্দ্রের দাবির সঙ্গে সহমত পোষণ করেননি প্রাক্তন আরবিআই গভর্নর। তবে বর্তমান পরিস্থিতিতে নোট বাতিলকে কখনই অর্থনৈতিক সফলতা বলা যাবে না বলেও মন্তব্য় করেছেন তিনি।

[আরও পড়ুন: নোট বাতিলের ফলে কতটা কালো টাকা সরেছে, সেই হিসাবই নেই আরবিআইয়ের কাছে][আরও পড়ুন: নোট বাতিলের ফলে কতটা কালো টাকা সরেছে, সেই হিসাবই নেই আরবিআইয়ের কাছে]

English summary
RBI Governor is neither constraint critic nor a cheerleader of the government, asserts former RBI chief Raghuram Rajan in his new book.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X