For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোট বাতিল নিয়ে প্রথমবার রিপোর্ট পেশ আরবিআইয়ের, কত নোট ফেরত এল জানলে অবাক হবেন

ভারতের রিজার্ভ ব্যাঙ্ক এদিন বুধবার নোট বাতিলের পর কত শতাংশ টাকা ব্যাঙ্কিং সিস্টেমে ফেরত এসেছে তা বার্ষিক রিপোর্টে উল্লেখ করল।

  • |
Google Oneindia Bengali News

ভারতের রিজার্ভ ব্যাঙ্ক এদিন বুধবার নোট বাতিলের পর কত শতাংশ টাকা ব্যাঙ্কিং সিস্টেমে ফেরত এসেছে তা বার্ষিক রিপোর্টে উল্লেখ করল। আরবিআই জানিয়েছে, মোট ১৫ লক্ষ ৪৪ লক্ষ কোটি টাকার মধ্যে ৯৯ শতাংশ অর্থাৎ ১৫.২৮ লক্ষ কোটি টাকা আরবিআইয়ের ঘরে ফেরত এসেছে।

নোট বাতিল নিয়ে প্রথমবার রিপোর্ট পেশ আরবিআইয়ের

নোট বাতিলের পর এতদিনে কত শতাংশ টাকা কেন্দ্রীয় ব্যাঙ্কের কোষাগারে জমা পড়েছে তা নিয়ে প্রথমবার আরবিআই রিপোর্ট পেশ করল।

আরবিআই তাদের হিসাব অনুযায়ী জানিয়েছে, ৮ কোটি ৯০ লক্ষ ১ হাজারের নোট ব্যাঙ্কিং সিস্টেমে জমা পড়েনি। পাশাপাশি বাজারে যত ২ হাজারের নোট ছাড়া হয়েছে তার মোট মূল্য বাজারে থাকা মোট মূল্যের অর্ধেক বলে আরবিআই জানিয়েছে।

২০১৬-১৭ সালে আরবিআই নতুন নোট ছাপতে ৭৯৬৫ কোটি টাকা খরচ করেছে। নরেন্দ্র মোদীর আমলে এত বড় নোট বাতিলের ঘটনা ঘটেছে। গত ৮ নভেম্বর মধ্যরাত থেকে ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিল করে দেওয়া হয়। কালো টাকা ও জাল টাকার কারবার থামাতে ও দুর্নীতি বন্ধে সরকার এমন পদক্ষেপ করে বলে নরেন্দ্র মোদী ঘোষণা করেন।

এতদিন ধরে কেন আরবিআই নোট বাতিলের হিসাব সামনে আনছে না বলে সমালোচনা শোনা গিয়েছিল। তবে এদিন অবশেষে আরবিআই তাদের বার্ষিক রিপোর্টে নোট বাতিলের যাবতীয় হিসাব তুলে ধরল।

English summary
RBI annual report reveals 99% of demonetised currency back with central bank
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X