For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পোস্ট অফিসের স্বল্পসঞ্চয় প্রকল্প! Oct 2021 থেকে পিপিএফ, সিনিয়র সিটিজেনসহ বিভিন্ন প্রকল্পের সুদের হার

পোস্ট অফিসের স্বল্পসঞ্চয় প্রকল্প! Oct 2021 থেকে পিপিএফ, সিনিয়র সিটিজেনসহ বিভিন্ন প্রকল্পের সুদের হার

  • |
Google Oneindia Bengali News

পোস্ট অফিসের (Post Office) স্বল্পসঞ্চয় প্রকল্প (Small Savings) সারা দেশের মানুষের কাছে অন্যতম বিশ্বাসের জায়গা এবং শ্বাস নেওয়ারও জায়গা। বিশেষ করে বয়স্ক নাগরিকদের জন্য। অক্টোবরে পরবর্তী তিনমাসের জন্য এই স্বল্পসঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার ঘোষণা করেছে মোদী সরকার।

সেভিংস অ্যাকাউন্ট

সেভিংস অ্যাকাউন্ট

পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে বাৎসরিক সুদের হার ৪ শতাংশ।

টাইম ডিপোজিট

টাইম ডিপোজিট

একবছর, দুবছর, তিন বছরের টাইম ডিপোজিটে বাৎসরিক সুদের হার ৫.৫ শতাংশ। তবে তা ত্রৈমাসিক হিসেবে দেওয়া হয়। ৫ বছরের টাইম ডিপোজিটে সুদের হার ৬.৭ শতাংশ।

রেকারিং ডিপোজিট

রেকারিং ডিপোজিট

৫ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার ৫.৮ শতাংশ। সুদ দেওয়া হয় ত্রৈমাসিক ভিত্তিতে।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ৭.৪ শতাংশ। যা ত্রৈমাসিক হিসেবে দেওয়া হয়। টাকা রাখতে হয় ৫ বছরের জন্য।

মাসিক আয়ের অ্যাকাউন্ট

মাসিক আয়ের অ্যাকাউন্ট

পোস্ট অফিসের মান্থলি ইনকাম অ্যাকাউন্টে সুদের হার ৬.৬ শতাংশ। যা মাসিক হিসেবেই দেওয়া হয়।

এনএসসি সার্টিফিকেট

এনএসসি সার্টিফিকেট

এনএসসিতে সুদের হার ৬.৮ শতাংশ। তবে তা ৫ বছরের জন্য টাকা রাখতে হয়। করদাতাদের জন্য এই প্রকল্প কার্যকরী।

কিষাণ বিকাশ পত্র

কিষাণ বিকাশ পত্র

পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্রে সুদের হার ৬.৯ শতাংশ। ১২৪ মাসের জন্য টাকা রাখতে হয়।

পিপিএফ

পিপিএফ

পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৭.১ শতাংশ। তবে এই অ্যাকাউন্ট টাকা রাখতে হয় ন্যূনতম ১৫ বছরের জন্য।

সুকন্যা সমৃদ্ধি যোজনা

সুকন্যা সমৃদ্ধি যোজনা

সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৭.৬ শতাংশ।

১ অক্টোবর ২০২১ থেকে এই সুদের হার কার্যকরী হয়েছে। এই সুদের হার কার্যকরী থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে বলে রাখা ভাল ১ জুন ২০২১ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত যে সুদের হার ছিল, তাই রাখা হয়েছে। সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
As there is not any change in Post Office Small Savings from October 2021 comparing to previous quarter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X