নতুন কোন ব্যবসায় যোগগুরু রামদেব, জানুন
এবার প্রাইভেট সিকিউরিটি ফার্মের ব্যবসায় নামছেন যোগগুরু রামদেব।
যোগা এবং এফএমজিসি ব্যবসায় সাফল্যের পর প্রাইভেট সিকিউরিটি ফার্মের ব্যবসায় রামদেব, সংবাদ মাধ্যম এই দাবি করলেও, নিজের এবং দেশের রক্ষায় 'পরাক্রম সুরক্ষা প্রাইভেট লিমিটেড' গঠনের কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাবা রামদেব।

হরিদ্বারের পতঞ্জলি কমপ্লেক্সে যুবক-যুবতীদের ট্রেনিং দেওয়ার কাজ শুরু করেছেন, অবসরপ্রাপ্ত সেনা এবং পুলিশ আধিকারিকরা। যাঁদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাঁরা 'পরাক্রম সুরক্ষা প্রাইভেট লিমিটেড'-এর হয়ে কাজ করবেন। ২০১৭-এর শেষ দিকে বাছাই করা কয়েকটি রাজ্যে 'পরাক্রম সুরক্ষা প্রাইভেট লিমিটেড' কাজ শুরু করবে বলে সূত্রের খবর।
সারা ভারতে প্রায় ৫০ লক্ষ মানুষ প্রাইভেট সিকিউরিটি ব্যবসার সঙ্গে জড়িত। বার্ষিক লেনদেন প্রায় ৪০ হাজার কোটি টাকা এবং ৪০ শতাংশ হারে বাড়ছে এই ব্যবসা। বণিকসভা ফিকির একটি প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। ২০০৬ সালে সার্ভিস ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড এবং এমপ্লয়িজ ইনসিওরেন্স বাবদ এই সেক্টর থেকে জমা পড়েছিল প্রায় ১০ হাজার কোটি টাকা।
এবছরের মে-মাসে রামদেব, 'প্রসপারিটি ফর চ্যারিটি' নামে ব্যবসা শুরু করেছেন। যুদ্ধে মৃত সৈনিক পরিবারের সন্তানদের জন্য পতঞ্জলি আবাসিক সৈনিক স্কুল খোলার কথাও জানিয়েছেন তিনি। যার প্রথমটি হচ্ছে রাজধানী দিল্লি এলাকায়।