For Quick Alerts
For Daily Alerts
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া চেয়ারম্যান হলেন রজনীশ কুমার
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্য়ান হতে চলেছেন রজনীশ কুমার। বুধবারই তাঁর নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আগামী ৭ই অক্টোবর থেকে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নয়া দায়িত্ব নেবেন তিনি। বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে রয়েছেন অরুন্ধতী ভট্টাচার্য।

১৯৮০ সালে স্টেট ব্যাঙ্কে পিও বা প্রোবেশনারি অফিসার হিসেবে ঢুকেছিলেন রজনীশ কুমার। বর্তমানে তিনি এসবিআই-এর চার ম্যানেজিং ডিরেক্টরের অন্যতম। আগামী তিন বছর এই পদে থাকবেন রজনীশ কুমার। এসবিআই-এর চেয়ারম্যান বাছাই পর্বে তাঁর নামই সবার আগে উঠে আসে নিয়োগ কমিটির কাছে। ফলে তাঁর এই পদ পাওয়া একপ্রকার নিশ্চিতই ছিল।
গতবছরই এসবিআই-এর বর্তমান চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্যের মেয়াদ এক বছর বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ৬ই অক্টোবর তিনি অবসর নিতে চলেছে।