For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ন্যানো কি এবার শুধুই ইতিহাসে! গাড়ি উৎপাদন নিয়ে কী বলছে শিল্প মহল

সানন্দের টাটা ন্যানোর উৎপাদন কি এবার বন্ধের পথে। গত মাসে সানন্দের টাটা ন্যানো কারখানায় একটি মাত্র গাড়ি উৎপাদন হয়েছে। গত কয়েক মাস ধরে ডিলাররাও নতুন অর্ডার পাঠানো বন্ধ করে দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

সানন্দের টাটা ন্যানোর উৎপাদন কি এবার বন্ধের পথে। গত মাসে সানন্দের টাটা ন্যানো কারখানায় একটি মাত্র গাড়ি উৎপাদন হয়েছে। গত কয়েক মাস ধরে ডিলাররাও নতুন অর্ডার পাঠানো বন্ধ করে দিয়েছেন। যদিও টাটা মোটরসের পক্ষ থেকে ন্যানো তৈরি বন্ধ করা সম্পর্কে সরকারি কোনও ঘোষণা এখনও করা হয়নি।

ন্যানো কি এবার শুধুই ইতিহাসে! গাড়ি উৎপাদন নিয়ে কী বলছে শিল্প মহল

বছর বারো আগের কথা ২০০৬-এ সপ্তম বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছে। রতন টাকা ভারতবাসীর জন্য লাখ টাকায় গাড়ি তৈরির কথা ঘোষণা করলেন। সেই কারখানা পশ্চিমবঙ্গে করার উদ্যোগ শুরু হয়। সিঙ্গুরের জায়গা পছন্দও হয়। এরপরেই ইতিহাস সকলেরই জানা।

পশ্চিমবঙ্গে কারখানা তৈরিতে বাধা পাওয়া আর তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছায় ন্যানোর কারখানা তৈরি হয় গুজরাতের সানন্দে। তারপর মাঝে কেটে গিয়েছে প্রায় এক দশক। সানন্দে গাড়ি তৈরির কাজ বন্ধ হওয়ার পথে। সূত্রের খবর অনুযায়ী,রতন টাটার বিশ্বের সব থেকে কম পয়সায় তৈরি গাড়ির কারখানায় আজ উৎপাদন প্রায় বন্ধ হওয়ার মুখে।

ইতি মধ্যেই এই গাড়ির জন্য নতুন অর্ডার নেওয়া প্রায় বন্ধই করে দিয়েছেন ডিলাররা। ফলে উৎপাদনের পড়েছে ভাঁটা। সূত্রের খবর অনুযায়ী, গতমাসে একটি মাত্র গাড়ি সেখানে তৈরি হয়েছে। যেখানে সানন্দের গাড়ি কারখানার উৎপাদন ক্ষমতা মাসে ২.৪ লক্ষ।

ন্যানোর যন্ত্রাংশ উৎপাদনকারী সংস্থাগুলিকে সরাসরি তাদের উৎপাদন বন্ধ করতে বলা হয়নি। তবে BS-VI অনুযায়ী যন্ত্রাংশ তৈরি না করতে বলা হয়েছে। অর্থাৎ এর থেকে ধরে নেওয়া যায়, কোম্পানি ন্যানোর আর কোনও আপগ্রেড ভার্সান বের করতে চায় না।

গত বছরে টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাজ মিস্ত্রি বলেছিলেন, ন্যানোকে বাঁচিয়ে রাখতে টাটা মোটরসের ক্ষতির পরিমাণ প্রায় হাজার কোটি টাকা। সূত্রের খবর অনুযায়ী, তিনিও ন্যানো তৈরি বন্ধের পক্ষেও সওয়াল করেছিলেন। যদিও টাটা গ্রুপের বোর্ডের সদস্যরা তাঁকে সেই অনুমতি দেননি।

English summary
Question arises whether the Tata nano's journey is comes to an end
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X