For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পয়লা অক্টোবর থেকে ভোগ্যপণ্য কেনার আগে দামের লেবেল দেখে নিতে হবে, জেনে নিন কেন

১লা অক্টোবর থেকে ভোগপণ্য দোকান থেকে কেনার আগে দামের লেবেল দেখে নিতে হবে।

  • |
Google Oneindia Bengali News

আগামী ১লা অক্টোবর থেকে ভোগপণ্য দোকান থেকে কেনার আগে দামের লেবেল দেখে নিতে হবে। কারণ পুরনো প্যাকেটের দাম নতুন জিএসটি রেট অনুযায়ী লাগু হবে না। ফলে তা বাতিল বলে গণ্য করা হবে। কোনও দোকান তা বিক্রিও করতে পারবে না।

পয়লা অক্টোবর থেকে ভোগ্যপণ্য কেনার আগে দামের লেবেল দেখে নিন

গত জুলাই মাসে জিএসটি বলবৎ হওয়ার পরে কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তরফে 'স্টক ক্লিয়ারেন্স'-এর জন্য তিনমাস সময় দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী রামবিলাস পাসোয়ান ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন। তারপর সেই পুরনো লেবেল লাগানো পণ্য বাজেয়াপ্ত করা হবে বলে ঘোষণা করা হয়েছিল।

আগে বলা হয়েছিল, পুরনো স্টকের পণ্যে নতুন লেবেল সেঁটে তা বিক্রি করা যাবে। তবে এবার নতুন মাস থেকে সেটা করা যাবে না। জিএসটি মেনে নতুন লেবেল দেওয়া পণ্যই বিক্রি করতে হবে।

জিএসটি মোতাবেক বেশ কিছু পণ্যের দাম বাড়বে আবার কিছু জিনিসের দাম কমেও গিয়েছে। কোন পণ্যে কতটা জিএসটি বলবৎ করা হয়েছে, নতুন পণ্যে তা নির্দিষ্টভাবে লেখা থাকবে। পণ্য ৫, ১২, ১৮ অথবা ২৮ - কত শতাংশ জিএসটির অধীন তা প্যাকেটে উল্লিখিত থাকতে হবে। তাহলেই তা বিক্রি করা যাবে।

English summary
Products with pre GST Price stickers to be confiscated from October 1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X