For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন পথে আম জনতার নাগালের বাইরে পেট্রোলের দাম, একনজরে পরিংখ্যান

কোন পথে আম জনতার নাগালের বাইরে পেট্রোলের দাম, একনজরে পরিংখ্যান

  • |
Google Oneindia Bengali News

পেট্রোল ও ডিজেলের (petrol and diesel price) লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি। গত দুই প্রয়োজনীয় জ্বালানির মূল্যবৃদ্ধি না হলেও, গত ৪ মে থেকে ৭ জুন পর্যন্ত ২১ বার বৃদ্ধি হয়েছে। যা নাভিশ্বাসে পরিণত হয়েছে সাধারণ মানুষের কাছে। দেশে বর্তমানে পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। প্রতিদিন সকালে সংস্থাগুলির তরফে মিলিতভাবে সেই দিনের জন্য দাম নির্ধারণ করে দেওয়া হয়।

জ্বালানির দামে ঝরছে আগুন! এক মাসে ২১ বার বাড়ল পেট্রোলের দাম জ্বালানির দামে ঝরছে আগুন! এক মাসে ২১ বার বাড়ল পেট্রোলের দাম

পয়লা জানুয়ারি থেকে ৭ জুন পর্যন্ত

পয়লা জানুয়ারি থেকে ৭ জুন পর্যন্ত

তথ্য ঘাটলে দেখা যাচ্ছে ১ জানুয়ারি দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম ছিল যথাক্রমে লিটার পিছু ৮৩.৭১ টাকা এবং ৭৩.৮৭ টাকা। ৭ জুন দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৫.৩১ টাকা এবং ৮৬.২২ টাকা। অর্থাৎ ৫ মাসের কিছু বেশি সময়ে দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে লিটার পিছু যথাক্রমে ১১.৬০ টাকা এবং ১২.৩৫ টাকা।

৪ মে থেকে ২১ বার দাম বৃদ্ধি

৪ মে থেকে ২১ বার দাম বৃদ্ধি

দেশের ৫ রাজ্যে ভোট প্রক্রিয়ার একেবারে শেষ পর্যায়ে এসে ১৮ দিন বাড়েনি পেট্রোল ও ডিজেলের দাম। তবে ভোটের ফল বেরনোর পরেই ৪ মে থেকে বাড়তে শুরু করে। দিল্লির নিরিখে দাম বৃদ্ধি পর্যালোচনা করলে দেখা যাচ্ছেন ৪ মে থেকে ২১ বারে দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছে লিটার পিছু ৪.৭৬ টাকা এবং ডিজেলে লিটার পিছু ৫.৩১ টাকা।

ছয় শহরে পেট্রোলের দাম ১০০ পেরিয়েছে

ছয় শহরে পেট্রোলের দাম ১০০ পেরিয়েছে

এখনও পর্যন্ত দেশের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। এখন পর্যন্ত ছটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রোলের মূল্য লিটার পিছু ১০০ পেরিয়েছে। সেইসব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং লাদাখ। ২৯ মে মুম্বইয়ে সর্বপ্রথম পেট্রোলের দাম লিটার পিছু ১০০ টাকা ছাড়িয়ে যায় মুম্বইতে।

সাধারণ মানুষকে স্বস্তি দিতে পারে কেন্দ্র ও রাজ্য

সাধারণ মানুষকে স্বস্তি দিতে পারে কেন্দ্র ও রাজ্য

বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্র ও রাজ্য চাইলেই কর কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে পারে। কেননা সাধারণ মানুষ যে দামে পেট্রোল ও ডিজেল কিনতে বাধ্য হচ্ছেন তার অনেকটাই কেন্দ্র ও রাজ্যের কর। পেট্রোলে কেন্দ্রের শুল্ক ২০ টাকার বেশি আর রাজ্যের ভ্যাট ২৫ শতাংশ, সঙ্গে রয়েছে সেস। অন্যদিকে ডিজেলের কেন্দ্রের শুল্ক ১৬ টাকার আশপাশে, রাজ্যের ভ্যাট ১৭ শতাংশের মতো। সঙ্গে সেস ১ টাকা।

English summary
Price of Petrol and Diesel beyond the reach of the masses as it increaded 21 times in last one months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X