For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার ধাক্কা! ভারতীয় অর্থনীতির হাল ফিরতে লাগতে পারে দীর্ঘ তিনবছর, মত সমীক্ষায়

  • By
  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রকোপের আগে ভারতের জিডিপি যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে অন্তত কমপক্ষে তিনটি বছর অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্রিসিলের সাম্প্রতিক রিপোর্ট বলছে, ২০২১ অর্থবর্ষে ভারতের অর্থনীতি ৫ শতাংশে হারে সঙ্কুচিত হবে।

ভারতীয় অর্থনীতির হাল ফিরতে লাগতে পারে দীর্ঘ তিনবছর

প্রথমে জিডিপি বৃদ্ধি ৩.৫ শতাংশ হারে দেখানো হলেও পরে তা কমিয়ে ১.৮ শতাংশ হারে হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। একদিকে লকডাউন বেড়ে যাওয়া অন্যদিকে অর্থনৈতিক প্যাকেজ ও সর্বোপরি বাজারের চাহিদা কমে যাওয়া ইত্যাদি নানা কারণে জিডিপির অধঃগতি দেখানো হয়েছিল।

ক্রিসিলের সমীক্ষা বলছে ২০২১ অর্থবর্ষে অকৃষিযোগ্য জিডিপি ৬ শতাংশ কমে যেতে পারে। অন্যদিকে কৃষি ক্ষেত্রে জিডিপি ২.৫ শতাংশ হারে সঙ্কোচিত হতে পারে।

তথ্য বলছে গত ৬৯ বছরে ভারতকে তিনবার অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যেতে হয়েছে। ১৯৫৮ সালে, ১৯৬৬ সালে এবং ১৯৮০ সালে। তিনটি ক্ষেত্রেই কারণ ছিল বর্ষার সময় কৃষিক্ষেত্রে বড় ধাক্কা। এবং সেইসময়ে কৃষি ভারতীয় অর্থনীতির প্রাণ ভোমরা ছিল। তবে এখন কিন্তু পরিস্থিতি বদলেছে। শুধুমাত্র কৃষি নির্ভর নয় ভারতের অর্থনীতি।

বিশেষজ্ঞরা মনে করছেন সাপ্লাই চেন পুরোপুরি উন্মুক্ত না করলে এবং অর্থনৈতিক 'অ্যাক্টিভিটি' না বাড়ালে লকডাউন ভারতীয় অর্থনীতিকে আরও নেতিবাচক পথে নিয়ে যাবে। এবং যার অত্যন্ত খারাপ প্রভাব পড়বে জিডিপিতে। এবং সেই ধাক্কা কাটিয়ে উঠতে দীর্ঘদিন লেগে যেতে পারে।

ভারতে আক্রান্তের সংখ্যা পার করে ফেলল দেড় লাখের গণ্ডি! বিপর্যস্ত রাজ্যগুলির ছবি একনজরে ভারতে আক্রান্তের সংখ্যা পার করে ফেলল দেড় লাখের গণ্ডি! বিপর্যস্ত রাজ্যগুলির ছবি একনজরে

English summary
Pre Covid-19 era GDP unlikely in next 3 fiscals for India, says Crisil
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X