For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুদের হার অপরিবর্তিত, ব্যাঙ্কের FD-র থেকে এখনও যেসব সরকারি বিনিয়োগ প্রকল্প লাভজনক

সুদের হার অপরিবর্তিত, ব্যাঙ্কের FD-র থেকে এখনও যেসব সরকারি প্রকল্প লাভজনক

  • |
Google Oneindia Bengali News

ত্রৈমাসিক হিসেবে বেশ কিছু ক্ষেত্রে সুদের হার (rate of interest) অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে মোদী সরকার। যার মধ্যে রয়েছে পিপিএফ (ppf) ও পোস্ট অফিস স্মল সেভিংস স্কিম (po small savings schemes)। সরকারি নির্দেশিকার ফলে এপ্রিল থেকে জুন পর্যন্ত সুদের হার যা ছিল, জুলাই থেকে সেপ্টেম্বরেও সুদের হার একই থাকবে বলে জানানো হয়েছে।

 পূর্ণতা প্রাপ্তি পর্যন্ত সুদের হার একই

পূর্ণতা প্রাপ্তি পর্যন্ত সুদের হার একই

পোস্ট অফিসের ক্ষেত্রে যদি সুদের হারের পরিবর্তন হয়ও, তবে তা প্রযোজ্য হয় নতুন করে বিনিয়োগের ক্ষেত্রে। এনএসসি, কেভিপি, টাইম ডিপোজিট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মতো বিষয়ে তা যতদিন না পর্যন্ত পূর্ণতা প্রাপ্তি হচ্ছে, ততদিন পর্যন্ত সুদের হার একই থাকে। অতীতে পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে সরকার বিভিন্ন সময়ে সুদের হার কমিয়েছে।

সামনের ত্রৈমাসিকে সুদের হার একই থাকবে

সামনের ত্রৈমাসিকে সুদের হার একই থাকবে

নতুন আর্থিক বহছরের শুরুতে সরকারের তরফে বিভিন্ন প্রকল্পে সুদের হার ঘোষণা করা হয়েছিল। এনএসসি, তেভিপি, টাইম ডিপোজিট, পিপিএফ, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা ইত্যাদির ক্ষেত্রে এপ্রিল-মে-জুনে যা সুদের হার ছিল, সামনের ত্রৈমাসিক অর্থাৎ জুলাই-অগাস্ট-সেপ্টেম্বরে সুদের হার একই থাকবে বলে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে।

ব্যাঙ্কের এফডির থেকে এখনও পোস্ট অফিসে সুদের হার বেশি

ব্যাঙ্কের এফডির থেকে এখনও পোস্ট অফিসে সুদের হার বেশি

পোস্ট অফিসের প্রকল্পগুলিতে সুদের হার অপরিবর্তিত থাকায়, এর সঙ্গে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় এখনও তা লাভজনক। কেনা সবকটি ব্যাঙ্কেরও ১ থেকে ১০ বছর মেয়াদি জমার ক্ষেত্রে সুদের হার ৫.৫ শতাংশ।

সুদের হার যেসব ক্ষেত্রে অনেকটাই বেশি

সুদের হার যেসব ক্ষেত্রে অনেকটাই বেশি

পিপিএফ-এ সুদের হার ৭.১ শতাংশ। অন্যদিকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ৭.৪ শতাংশ। পাঁচ বছরের মান্থলি ইনকাম স্কিমে সুদের হার ৬.৬ শতাংশ। যা প্রতিমাসে দেওয়া হয়। ১ বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৫.৫ শতাংশ। আর ৫ বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে তা বছরে ৬.৭ শতাংশ।

যেসব কারণে পিপিএফ বিনিয়োগকারীদের কাছে প্রিয়

যেসব কারণে পিপিএফ বিনিয়োগকারীদের কাছে প্রিয়

বেশ কিছু কারণে পিপিফ বিনিয়োগকারীদের কাছে প্রিয়। পিপিএফ-এ যে সুদ পাওয়া যায়, তা কর মুক্ত। এছাড়া বাৎসরিক যৌগিক সুদ পাওয়া যায়। তা ছাড়া এই বিনিয়োগে গ্যারান্টিও রয়েছে। এটি ছাড়াও বেশ কিছু পোস্ট অফিস স্কিমও বিনিয়োগকারীদের কাছে স্থির ও আশ্বাসপ্রাপ্ত আয়ের জায়গা।

English summary
PPF and PO schemes are more attractive than Bank FD's after govt keep interest rate same
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X