For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Post Office Scheme: সেরা পোস্ট অফিস স্কিম, মেয়াদ শেষে লক্ষ লক্ষ টাকার সঙ্গে রয়েছে বোনাসও

Post Office Scheme: সেরা পোস্ট অফিস স্কিম, মেয়াদ শেষে লক্ষ লক্ষ টাকার সঙ্গে রয়েছে বোনাসও

  • |
Google Oneindia Bengali News

পোস্ট অফিসের সব থেকে ভাল প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল মানি ব্যাক পলিসি। যেখানে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। তবে যাঁদের ধাপে ধাপে রিটার্নের প্রয়োজন, তাঁরা এই সরকারি প্রকল্প বেছে নিতে পারেন।

পোস্ট অফিসের প্রকল্প

পোস্ট অফিসের প্রকল্প

কেউ যদি ২০ বছর বয়সে পোস্ট অফিসের এনডাউমেন্ট ইনসিওরেন্স স্কিমে ১০ লক্ষ টাকার বিমা কেনেন, তাহলে তিনি মোট ১৯.৬ লক্ষ টাকার সুবিধা পেতে পারেন।

এনডাউমেন্ট বিমা

এনডাউমেন্ট বিমা

পোস্ট অফিসের এনডাউমেন্ট বিমা, সুমঙ্গল স্কিম নামে পরিচিত। এটি জীবন বিমার পরের একটি পরিকল্পনা। এটিকে পোস্ট অফিসের মানি ব্যাক পলিসিও বলা হয়।

 রয়েছে বোনাসের সুবিধা

রয়েছে বোনাসের সুবিধা

প্রতিমাসে ৫ হাজার টাকা করে জমা করলে, তিনবারে ২২ লক্ষ টাকা মানি ব্যাক পাওয়া যেতে পারে। এই স্কিমের মেয়াদ মূর্তিতে বোনাস-সহ মোট ১৩.৬ লক্ষ টাকা পাওয়া যাবে। এখানে শুঘু বোনাসের পরিমাণ ৯.৬ লক্ষ টাকা।

সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা বিমা কেনা যায়

সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা বিমা কেনা যায়

এক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকার প্রাপ্তি নিশ্চিত করা যেতে পারে। তবে এটা সেই বিনিযোগকারীদের জন্য যাঁরা সবসময় রিটার্ন চান। যিনি বিমাটি করছেন তিনি যদি পলিসির মেয়াদে বেঁচে থাকেন, তাহলে তিমি টাকা ফেরত ছাড়াো মেয়াদ পূর্তিতে বোনাসের সুবিধা পাবেন।

নমিনি বোনাস-সহ সুবিধা পাবেন

নমিনি বোনাস-সহ সুবিধা পাবেন

পলিসির মেয়াদের সময়ে যিনি বিমা করিয়ে ছিলেন, তাঁর মৃত্যু হলে, সেই ব্যক্তির নমিনি বোনাস-সহ সুবিধা পাবেন। এই সময়ের মধ্যে যে টাকা ফেরত পাওয়া হিয়েছে, তা আর আবারও বিবেচনা করা হবে না। নমিনিকে বিমার পুরো অর্থের সুবিধা দেওয়া হবে।

পলিসির মেয়াদ ১৫-২০ বছর

পলিসির মেয়াদ ১৫-২০ বছর

সাধারণভাবে এনডাউমেন্ট ইনসিওরেন্স স্কিমের মেয়াদ হল ১৫ এবং ২০ বছর। তবে পলিসি কেনার জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স ১৯ বছর হতে হবে। সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত এই পলিসি কেনা যাবে।

৪০ বছরে আবেদন পলিসির মেয়াদ ২০ বছর

৪০ বছরে আবেদন পলিসির মেয়াদ ২০ বছর

কোনও আবেদনকারীর বয়স যদি ৪০ বছর হয়, তাহলে তাঁর পলিসির মেয়াদ ২০ বছর হতে পারে। ঠিক যেমন কেউ ৪৫ বছরে আবেদন করতে তাঁর পলিসির মেয়াদ ১৫ বছরের হবে।

কীভাবে টাকা ফেরত

কীভাবে টাকা ফেরত

পলিসির মেয়াদ যদি ১৫ বছরের হয়, তাহলে ৬, ৯ ও ১২ তম বছরে বিমাকৃত অর্থের ২০ শতাংশ করে ফের পাওয়া যাবে। পলিসির মেয়াদ যদি ২০ বছরের হয়, তাহলে ৮, ১২, ১৬ তম বছরে ২০ শতাংশ করে অর্থ ফেরত পাওয়া যাবে। বাকি ৪০ শতাংশ পাওয়া যাবে মেয়াদ পূর্তিতে বোনাসের সঙ্গে।

রয়েছে বড় অঙ্কের বোনাসের সুবিধা

রয়েছে বড় অঙ্কের বোনাসের সুবিধা

বর্তমানে প্রতি বছর এক হাজার টাকার বিমার ওপরে ৪৮ টাকা করে বোনাস পাওয়া যায়।

মেয়াদ পূর্তিতে লক্ষ লক্ষ টাকা

মেয়াদ পূর্তিতে লক্ষ লক্ষ টাকা

যদি কারও বয়স ২০ বছর হয় এবং তিনি ২০ বছরের জন্য ১০ লক্ষ টাকার পলিসি কেনেন, তাহলে তাঁর মাসিক প্রিমিয়াম হবে ৫ হাজার টাকা করে। ট্যাক্স সমেত এই প্রিমিয়াম হবে ৫১৭৩ টাকা। মেয়াদ পূর্তিতে প্রাপ্তি হবে ১৩.৬ লক্ষ টাকা।

Govt Scheme for Girl: এই প্রকল্পে আপনার কন্যা পেতে পারে এক লক্ষ টাকার বেশি, দ্রুত আবেদন করুন Govt Scheme for Girl: এই প্রকল্পে আপনার কন্যা পেতে পারে এক লক্ষ টাকার বেশি, দ্রুত আবেদন করুন

English summary
The best scheme of the Post office is post office money back policy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X