For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Budget 2023: পোস্ট অফিসের পাঁচটি সঞ্চয় প্রকল্প, রয়েছে আয়কর ছাড়ের সুবিধা

  • |
Google Oneindia Bengali News

মার্চে শেষ হতে যাচ্ছে ২০২২-২৩ আর্থিক বছর। আর ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে ২০২৩-২৪ আর্থিক বছরের বাজেট পেশ করবেন। সেই পরিস্থিতিতে আয়করের সুবিধা দেয় এমন কতগুলি সঞ্চয় প্রকল্প রয়েছে সরকারি পর্যায়ে। পোস্ট অফিসে রয়েছে পাঁচটি সঞ্চয় প্রকল্প যেখানে ৮০সি ধারায় কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।

সুকন্যা সমৃদ্ধি যোজনা

সুকন্যা সমৃদ্ধি যোজনা

সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ৭.৬ শতাংশ। একটি আর্থিক বছরে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টে ন্যূনতম ২৫০ টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায়। কন্যার বয়স ১৮ বছর পূর্ণ না হলে এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায় না।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড

পাবলিক প্রভিডেন্ট ফান্ড

পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ হল কর ছাড়ের সুবিধা পাওয়া অন্যতম সঞ্চয় প্রকল্প। সুদের হার সংশোধনের পরে বর্তমানে সুদের হার ৭.১ শতাংশ। বছরে একটি পিপিএফ অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০ টাকা রাখতে হয়। সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত রাখা যায়। এই দেড় লক্ষ টাকার পুরোটাই আয়কর আইনের ৮০ সি ধারায় আয়করে ছাড় পাওয়া যায়। ১৫ বছরের মেয়াদের এর অ্যাকাউন্ট খুলতে হয়। এই সময়ের পরে ৫ বছর করে সময়সীমা বাড়ানো হয়। পিপিএফ-এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল অর্জিত সুদ করযোগ্য নয়।

 সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সাধারণের কাছে এসসিএসএস নামেও পরিচিত। ৬০ বছর কিংবা তাঁর ওপরে যাঁদের বয়স, তাঁদের জন্য এই স্কিমে সুবিধা রয়েছে। বলা ভাল একমাত্র তাঁরাই এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। বর্তমানে এসসিএসএস প্রকল্পে সুদের হার ৮ শতাংশ। তবে তা পাঁচ বছরের জন্য রাখতে হয়। এই প্রকল্পে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে আয়কর আইনের ৮০ সি ধারায় কর ছাড়ের সুবিধা পাওয়া গেলেও, সে সুদ পাওয়া যায়, তা করযোগ্য।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট যা সাধারণের কাছে এনএসসি নামেই পরিচিত। এনএসসিতে সুদের হার বর্তমানে ৭ শতাংশ। ন্যূনতম ১০০ টাকা এই প্রকল্পে বিনিয়োগ করা যায়। এই প্রকল্পে বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। তবে যাঁরা কর ছাড় পেতে চান, তাঁদের জন্য আয়কর আইনের ৮০ সি ধারায় দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা রয়েছে।

 পোস্ট অফিস টাইম ডিপোজিট

পোস্ট অফিস টাইম ডিপোজিট

পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতোই প্রত্যেক আর্থিক বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুযোগ পাওয়া যায়। বছরে ন্যূনতম বিনিয়োগের সীমা এক হাজার টাকা। এর কোনও ঊর্ধ্বসীমা নেই। বর্তমানের পোস্ট অফিসের এই স্কিমে সুদের হার ৭ শতাংশ।

দিদি এত রাগ ভালো নয়! মমতাকে শান্ত হওয়ার পরামর্শ বাংলার জামাই নাড্ডার দিদি এত রাগ ভালো নয়! মমতাকে শান্ত হওয়ার পরামর্শ বাংলার জামাই নাড্ডার

English summary
Post Office has five savings schemes, with income tax exemptions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X