For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীরব মোদীর লেজ ধরায় ৫০টির বেশি কোম্পানিতে এবার সিবিআই হানা! তালিকায় কারা রয়েছে

পিএনবি-তে হাজার হাজার কোটি টাকার জালিয়াতি কাণ্ডের নায়ক হিরে ব্যবসায়ী নীরব মোদীর সঙ্গে যোগাযোগ থাকা ৫০টির বেশি কোম্পানি এবার কেন্দ্রের কুনজরে পড়েছে।

  • |
Google Oneindia Bengali News

পিএনবি-তে হাজার হাজার কোটি টাকার জালিয়াতি কাণ্ডের নায়ক হিরে ব্যবসায়ী নীরব মোদীর সঙ্গে যোগাযোগ থাকা ৫০টির বেশি কোম্পানি এবার কেন্দ্রের কুনজরে পড়েছে। সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আয়করের মতো কেন্দ্রীয় সংস্থাগুলি এবার এই কোম্পানিগুলি হানা দেবে।

নীরব মোদীর লেজ ধরায় ৫০টির বেশি কোম্পানিতে এবার সিবিআই হানা! তালিকায় কারা রয়েছে

[আরও পড়ুন:এবারের নীরবের সঙ্গে জুড়ে গেলেন অম্বানিরাও , জানলে চমকে যাবেন][আরও পড়ুন:এবারের নীরবের সঙ্গে জুড়ে গেলেন অম্বানিরাও , জানলে চমকে যাবেন]

পিএনবি মামলায় সিবিআই, ইডি ইতিমধ্যে জাল বিছাতে শুরু করে দিয়েছে। একদিকে যেমন তদন্ত চালানো হচ্ছে। তেমনই অন্যদিকে নীরব মোদীকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়া হচ্ছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই ইস্যুর সঙ্গে লড়তে কোনও ফাঁক রাখতে চাইছে না। প্রতিটি পয়সার হিসাব বুঝে ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়েছে। নীরব মোদী ও মেহুল চোকসির ৩৬টি কোম্পানি গীতাঞ্জলি জেমসের ছাতার তলায় ছিল। সেগুলির তদন্ত হবে। এর মধ্যে অর্ধেকের বেশি কোম্পানি ভারতের বাইরে কাজ করে।

পাশাপাশি নীরব মোদী ও তাঁর স্ত্রী অ্যামি মোদীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি ভারতে যা রয়েছে তা খুঁজে বাজেয়াপ্ত করা হবে।

এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিকে এই ধরনের ঘটনা এড়াতে পদক্ষেপ করতে বলা হয়েছে। এবং এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে বলা হয়েছে।

[আরও পড়ুন:পিএনবি কেলেঙ্কারির নায়ক নীরব মোদীর খোঁজ মিলল, কোথায় রয়েছেন তিনি][আরও পড়ুন:পিএনবি কেলেঙ্কারির নায়ক নীরব মোদীর খোঁজ মিলল, কোথায় রয়েছেন তিনি]

English summary
Over 50 Nirav Modi-linked companies will be raided after PNB scam surfaces, says Finance ministry sources
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X