For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিএনবির আর একটি শাখায় কোটি টাকার দুর্নীতি ফাঁস, তদন্তে সিবিআই

মুম্বইয়ের ব্র্যাডি হাউস শাখায় জালিয়াতির পরে এবার রাজস্থানের বারমেঢ় এলাকায় পিএনবির একটি শাখায় দুর্নীতি হয়েছে বলে খবর। এবং এটাও হাজার হাজার কোটির দুর্নীতি না হলেও কোটি টাকার দুর্নীতি তো বটেই।

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ের ব্র্যাডি হাউস শাখায় জালিয়াতির পরে আর এক পিএনবি-র শাখায় জালিয়াতি ধরা পড়ল। নীরব মোদীর সংস্থাকে অবৈধভাবে লেটার অব আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার ঘটনায় ১১, ৩০০ কোটি টাকার বেশি কেলেঙ্কারির মুখে পড়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। সারা দেশে হইচই পড়ে গিয়েছে। ব্যাঙ্কের প্রতি গ্রাহকদের বিশ্বাস তলানিতে।

পিএনবির আর একটি শাখায় কোটি টাকার দুর্নীতি ফাঁস

সেই ঘটনার পর এবার রাজস্থানের বারমেঢ় এলাকায় পিএনবির একটি শাখায় দুর্নীতি হয়েছে বলে খবর। এবং এটাও হাজার হাজার কোটির দুর্নীতি না হলেও কোটি টাকার দুর্নীতি তো বটেই।

সংবাদমাধ্যম সূত্রে খবর, বারমেঢ়ের পিএনবি শাখার ম্যানেজার অবৈধভাবে সরকারি প্রকল্পের টাকা অন্যত্র সরিয়ে ফেলেছেন।

অভিযোগ উঠেছে, সরকারি বিভিন্ন প্রকল্পের মোট ১.৫৭ কোটি টাকা ও মুদ্রা যোজনার ৬২ লক্ষ টাকা প্রাইভেট অ্যাকাউন্টে সরিয়ে ফেলেছেন খোদ ব্যাঙ্কের ম্যানেজারই।

এই ঘটনা জানার পরই সিবিআই তদন্তে নেমেছে। সিবিআইয়ের কাছে মোট ২টি এফআইআর জমা পড়েছে তার ভিত্তিতে তদন্তে নেমেছে সিবিআই। ব্র্যাডি শাখার মতো বিরাট অঙ্ক না হলেও কোটি টাকার দুর্নীতিও কম কথা নয়। এমন ঘটনা পিএনবি বা অন্য রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিতে আর কোথায় ও কত পরিমাণে ঘটেছে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ।

English summary
Rajasthan's Barmer branch PNB manager allegedly transferred various government scheme funds in private accounts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X