For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীরব কাণ্ডের পর ফের ধাক্কা! আরও ১১ হাজার কোটি টাকা ক্ষতি পিএনবি-র

নীরব কাণ্ডের পরে শেয়ার বাজারে পিএনবি-র ধস নেমেছে। বাজার মূল্য বা মার্কেট ভ্যালুয়েশন গত পাঁচদিনে কমে গিয়েছে ১০ হাজার ৯৩৯ কোটি টাকা।

  • |
Google Oneindia Bengali News

নীরব মোদীর জালিয়াতির ঘটনায় ১১ হাজার ৩০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে পিএনবি আধিকারিকরা বিবৃতি দিয়েছেন। এর মধ্যে ২৮০ কোটি টাকা সুদ দিতে হয়েছে ব্যাঙ্ককে। তারপরে গিয়ে টনক নড়ে ব্যাঙ্ককর্তাদের। সামনে আসে নীরব কাণ্ড।

আরও ১১ হাজার কোটি টাকা ক্ষতি পিএনবি-র

এই ঘটনার পরে শেয়ার বাজারে পিএনবি-র ধস নেমেছে। বাজার মূল্য বা মার্কেট ভ্যালুয়েশন গত পাঁচদিনে কমে গিয়েছে ১০ হাজার ৯৩৯ কোটি টাকা। যা ব্যাঙ্ক কেলেঙ্কারিতে ক্ষতি হওয়া ১১ হাজার ৩০০ কোটি টাকার প্রায় সমান মূল্য।

নীরব কাণ্ডের পরে পিএনবি-র মার্কেট ভ্যালুয়েশন ৩৯, ২০৯ কোটি টাকা থেকে কমে ২৮, ২৭০.২২ কোটি টাকায় নেমে গিয়েছে। ব্যাঙ্কের স্টক গত একবছরের মধ্যে সবচেয়ে বেশি ৫ শতাংশ নেমে ১১১ টাকা হয়ে গিয়েছে।

তথ্য বলছে, সরকারের পিনবিতে ৫৭.০৪ শতাংশ স্টেক রয়েছে। স্টক পড়ে যাওয়ায় যার ফলে ৬২৭৪.৪ কোটি ক্ষতি হয়েছে। এনআইসির ১৩.৯৩ শতাংশ স্টক রয়েছে। তাদের ১৫৩২.৩ কোটি টাকা ক্ষতি হয়েছে। বিদেশি পোর্টফোলিওগুলির সম্মিলিত ১২.৫৬ শতাংশ স্টক রয়েছে পিএবিতে। তাদের ১৩৮১.৬ কোটি টাকা ক্ষতি হয়েছে। এবং ছোট বিনিয়োগকারীদের ৩৮৭ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

গত বুধবার পিএনবি জানায়, তাদের ব্যাঙ্কে আর্থিক জালিয়াতি হয়েছে। তখনই নীরব মোদী কাণ্ড সামনে আসে। পরে জানা যায়, মোট ১১ হাজার ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। লেটার অফ আন্ডারস্ট্যান্ডিং নিয়ে অন্য ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে জালিয়াতি করেছে নীরব মোদী ও তাঁর সংস্থা।

English summary
PNB loses Rs 11,000 cr in market capitalisation within 7days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X