For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিএনবি-র ব্র্যাডি হাউস শাখায় নতুন করে কয়েক কোটির কেলেঙ্কারি প্রকাশ্যে

মুম্বইয়ের যে শাখায় ১১ হাজার ৬০০ কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে সারা দেশ তোলপাড় হয়েছে কয়েকদিন আগে, সেই ব্র্যাডি হাউস শাখায় ফের নতুন কেলেঙ্কারি সামনে এল।

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ের যে শাখায় ১১ হাজার ৬০০ কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে সারা দেশ তোলপাড় হয়েছে কয়েকদিন আগে, সেই ব্র্যাডি হাউস শাখায় ফের নতুন কেলেঙ্কারি সামনে এল। এবারে টাকার অঙ্ক কম হলেও নেহাত হেলাফেলা করার মতো নয়।

পিএনবি-র ব্র্যাডি হাউস শাখায় নতুন করে কয়েক কোটির কেলেঙ্কারি

নতুন অভিযোগ অনুযায়ী ৯.৯ কোটি টাকার কিছু বেশি অঙ্কের জালিয়াতি হয়েছে। পুলিশ জানিয়েছে, জালিয়াতিতে অভিযুক্ত কোম্পানি অখ্যাত। নাম চাঁদরি পেপার অ্যান্ড অ্যালায়েড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড।

সিবিআই জানিয়েছে, ইতিমধ্যে এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্তে নামা হয়েছে। পিএনবি কর্তৃপক্ষ এখনই এই বিষয়ে কোনও বক্তব্য পেশ করে মুখ খোলেনি।

প্রসঙ্গত, এই পিএনবি ব্যাঙ্কের কর্মীদের হাত করে লেটার অব আন্ডারটেকিং হাতিয়ে ব্যবসায়ী নীরব মোদী বিদেশে অবস্থিত ভারতীয় ব্যাঙ্কগুলি থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন বলে অভিযোগ। সবমিলিয়ে সেই কেলেঙ্কারি ১২ হাজার কোটি টাকা ছুঁয়েছে। সেই ঘটনার তদন্তে নেমেই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে একসঙ্গে অনেকগুলি কেলেঙ্কারির হদিশ পেয়েছে সিবিআই।

English summary
Punjab National Bank (PNB) has detected another fraud of rs 9 crore at Mumbai Brady house branch which is at the centre of 12 hundred crore fraud
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X