For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫৫ মাসে সর্বোচ্চ হল পেট্রোলের দাম, ডিজেলের দাম ভাঙল সর্বকালীন রেকর্ড

কলকাতায় এক লিটার পেট্রোলের দাম হল ৭৬.৯১ টাকা। যা গত ৫৫ মাসে সর্বোচ্চ। আর ডিজেলের দাম হল ৬৮.১৬ টাকা যা সর্বকালীন রেকর্ড তৈরি করল।

  • |
Google Oneindia Bengali News

জ্বালানির দামের আকাশছোঁয়ার পালা চলছেই। এই মাসের শুরুতেই পেট্রোল-ডিজেলের দাম সর্বোচ্চ সীমা ছুঁয়ে ফেলেছিল। চার বছরের রেকর্ড ভেঙেছিল পেট্রোলের দাম। আর ডিজেলের দাম সর্বকালীন রেকর্ড গড়েছিল। শনিবার সেই রেকর্ডকেও ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরি হল।

৫৫ মাসে সর্বোচ্চ হল পেট্রোলের দাম, ডিজেলের দাম ভাঙল রেকর্ড

কলকাতায় এক লিটার পেট্রোলের দাম হল ৭৬.৯১ টাকা। যা গত ৫৫ মাসে সর্বোচ্চ। আর ডিজেলের দাম হল ৬৮.১৬ টাকা যা সর্বকালীন রেকর্ড তৈরি করল।

এদিন পেট্রোলে লিটার প্রতি ১৩ পয়সা ও ডিজেলে লিটার প্রতি ১৫ পয়সা বেড়েছে। এর আগে এভাবে পেট্রোলের দাম বেড়েছিল ২০১৩ সালে। দিল্লিতে এদিন পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৭৪.২১ টাকা, মুম্বইয়ে ৮২.০৬ টাকা ও চেন্নাইয়ে ৭৬.৯৯ টাকা। এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।

প্রসঙ্গত, ভারত নিজের চাহিদার ৮০ শতাংশ জ্বালানিই আমদানি করে। ফলে দাম এমনিতেই একটু বেশি থাকে। তার উপরে বিশ্ব বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম বাড়লেই দেশের রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি পেট্রোল, ডিজেল ও এলপিজি-র দাম বাড়িয়ে দেয়।

English summary
Petrol price skyrockets to a new 55-month high, Diesel price jumps to an all-time high
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X