For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় ১১০ টাকা ছাড়িয়ে গেল পেট্রোলের দাম! সেঞ্চুরির পথে ডিজেলও

মধ্যবিত্তের উদ্বেগ বাড়াচ্ছে অস্বাভাবিক জ্বালানির মূল্যবৃদ্ধি। টানা ১০ দিনের মধ্যে নয়দিন লাগাতার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। আজ মঙ্গলবার নতুন করে বাড়ল পেট্রোল ডিজেলের দাম। যা আগামীাকাল বুধবার সকাল ৬টা থেকে কার্যকর হবে বলে

  • |
Google Oneindia Bengali News

মধ্যবিত্তের উদ্বেগ বাড়াচ্ছে অস্বাভাবিক জ্বালানির মূল্যবৃদ্ধি। টানা ১০ দিনের মধ্যে নয়দিন লাগাতার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। আজ মঙ্গলবার নতুন করে বাড়ল পেট্রোল ডিজেলের দাম। যা আগামীাকাল বুধবার সকাল ৬টা থেকে কার্যকর হবে বলে জানা গিয়েছে।

নতুন করে জ্বালানির দাম বাড়ায় অন্যান্য সমস্ত জিনিসের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা ক্রমশ জোরাল হচ্ছে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ভয়ঙ্কর প্রভাব পড়বে বলে আশঙ্কা।

১১০ টাকা পেরল কলকাতায় দাম

১১০ টাকা পেরল কলকাতায় দাম

গত কয়েকদিন ধরে ক্রমশ দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। সেই মতো আজ মঙ্গলবার ফের একবার বাড়ল পেট্রোল এবং ডিজেলের দামও। প্রতি লিটারে পেট্রোলের দাম বাড়ল ৮৪ পয়সা। আর ডিজেলে দাম বাড়লো ৮০ পয়সা। আর তা বাড়ায় কলকাতায় পেট্রোলের নতুন দাম হল ১১০.৫২ টাকা। এবং ডিজেলে লিটার প্রতি ৮০ পয়সা দাম বাড়ায় তা বেড়ে হল ৯৫.৪২ টাকা। আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানা গিয়েছে।

প্রভাব পড়বে দেশের সব মেট্রো শহরেই

প্রভাব পড়বে দেশের সব মেট্রো শহরেই

শুধু কলকাতাতেই নয়, গোটা দেশেই পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ে। দেশের সমস্ত মেট্রো সিটিগুলিতে দাম বৃদ্ধি হয়ে থাকে। কিন্তু রাজ্য ভিত্তিতে বিভিন্ন জায়গাতে কর আলাদা হয়ে থাকে। যার ফলে দামের মধ্যেও বেশ কিছু ফারাক হয়ে থাকে। তবে আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে দেশের সমস্ত শহরেই মৃল্যবৃদ্ধির প্রভাব পড়বে।

কোথায় রয়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম?

কোথায় রয়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম?

মঙ্গলবার, গ্লোবাল অয়েল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার ১.১৮ ডলার বা ১.১ শতাংশ কমে ব্যারেল প্রতি ১১১.৩০ ডলারে নেমে এসেছে৷ ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত ফিউচার মঙ্গলবার ১০৩.৪৬ ডলারের সর্বনিম্ন মাত্রা স্পর্শ করেছে৷ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। যার প্রভাব পড়ছে ভারতের তেলের বাজারে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেলের ক্রেতা ভারত।

মূল্যবৃদ্ধিতে একজোট বিরোধীরা

মূল্যবৃদ্ধিতে একজোট বিরোধীরা

প্রত্যেকদিন বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। বেড়েছে গ্যাসের দামও। চাপ বাড়ছে মধ্যবিত্তের উপর। এই অবস্থায় পালটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আজ পথে নেমেছে তৃণমূল। এমনকি পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রীও। যদিও এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, যতটুকু না বাড়ালেই নয় ততটুকুই দাম বেড়েছে'। আর সেটা সাধারণ মানুষ বুঝবে বলেও মন্তব্য তাঁর। আর এটা যে যুদ্ধের কারণে ঘটছে সেটাও মানুষ বুঝতে পারছে বলে দাবি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির।

English summary
Petrol price crossed 110 in Kolkata, diesel price may touch 100 soon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X