For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টানা আটদিন বেড়ে রেকর্ড সীমা ছুঁল পেট্রোল-ডিজেলের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

টানা আটদিন ঊর্ধ্বমুখী থেকে রেকর্ড উচ্চতায় পৌঁছল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় সোমবার পেট্রোলের দাম লিটার প্রতি দাঁড়াল ৭৯.২৭ টাকা। আর ডিজেলের দাম হয়েছে ৭০.৪০ টাকা।

  • |
Google Oneindia Bengali News

টানা আটদিন ঊর্ধ্বমুখী থেকে রেকর্ড উচ্চতায় পৌঁছল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় সোমবার পেট্রোলের দাম লিটার প্রতি দাঁড়াল ৭৯.২৭ টাকা। আর ডিজেলের দাম হয়েছে ৭০.৪০ টাকা। যা নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছে।

টানা আটদিন বেড়ে রেকর্ড সীমা ছুঁল পেট্রোল-ডিজেলের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

২০১৪ সালের জুলাই মাসে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ৭৩.৬০ টাকা ও ডিজেলের দাম ছিল ৫৭.৮৪ টাকা। তখন অপরিশোধিত তেলের দাম ছিল বিশ্ব বাজারে ১০৬.৩০ ডলার। আর এখন তেলের দাম বাড়ার পরে ব্যারেল প্রতি তেলের দাম ৭৯.১৩ ডলার।

১৪ মে থেকে ধরলে টানা আটদিন জ্বালানির দাম বাড়ল। কর্ণাটকে বিধানসভা ভোটের কারণে ১৯দিন তেলের দাম বাড়েনি। এবার সেটা অনেকটা বাড়িয়ে ধাক্কা সামলে দিতে চাইছে কেন্দ্র। এমনটাই অভিযোগ বিরোধীদের।

আগে ১৫ বছর ধরে প্রতি মাসের ১ ও ১৬ তারিখে জ্বালানির দামের হেরফের ঘোষণা করা হতো। তবে গতবছরের জুন মাস থেকে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি প্রতিদিন দামের বাড়া কমার রিভিশন ঘোষণা করতে শুরু করে। ২০১৭ সালের মে মাসের ১ তারিখে পেট্রোলের দাম ছিল কলকাতায় লিটার প্রতি ৭০.৬৮ টাকা আর ডিজেল ছিল ৫৯.৬১ টাকা। একবছরে পেট্রোল প্রায় ৯ টাকা ও ডিজেল প্রায় লিটার প্রতি ১১ টাকা বৃদ্ধি পেয়েছে।

English summary
This is the eight straight day of Petrol and Diesel price increase since oil PSUs on May 14 resumed daily price revision, Check the fuel price in kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X