
Petrol-Diesel Price In Kolkata: কলকাতায় ফের বাড়ল দাম, পেট্রোল লিটারে ১১২ টাকা, ডিজেল ৯৭ টাকা ছাড়াল
এদিন ফের একবার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। গত ১২ দিনের মধ্যে দশ দিন পেট্রোল ও ডিজেলের দামে বৃদ্ধি হল। যার ফলে কলকাতায় পেট্রোলের দাম এদিন ১১২ টাকা প্রতি লিটার ছাড়িয়ে গেল। পাশাপাশি ডিজেলের দামেও বেশ কিছুটা বৃদ্ধি হয়েছে। কলকাতায় ১০০ টাকা ছুঁই ছুঁই লিটার প্রতি ডিজেলের মূল্য। এর ফলে সামগ্রিকভাবে সবকিছুর মূল্যবৃদ্ধি যে হতেই থাকবে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। পাশাপাশি সাধারণ মানুষ সংসার চালাতে গিয়ে চূড়ান্ত হিমশিম খাবেন।

কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম
এদিন দাম বাড়ার আগে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ১১১ টাকা ৩৫ পয়সা। এদিন ফের একবার চুরাশি পয়সা দাম বাড়ল পেট্রোলের। যার ফলে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম গিয়ে পৌঁছল ১১২ টাকা ১৯ পয়সায়।

কলকাতায় ডিজেলের দাম
এদিন কলকাতায় ডিজেলের দাম ফের একবার বাড়ানো হয়েছে। যার ফলে তা লিটার প্রতি গিয়ে পৌঁছেছে ৯৭.০২ টাকায়। গত ২২ মার্চ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের মূল্য ছিল ৯০.৬২ টাকা। এদিন দাম বৃদ্ধির ফলে তা ৯৭ টাকা ছাড়িয়ে গেল।

দাম বাড়ল অনেকটাই
কলকাতায় গত ২২ মার্চ পেট্রোলের দাম ছিল ১০৫ টাকা ১০ পয়সা। পরপর দাম বৃদ্ধির ফলে লিটার প্রতি তা ১১২ টাকা ছাড়িয়ে গেল এদিন।

এলপিজি সিলিন্ডারের দাম
এদিনই কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম ইউনিট প্রতি ২৫০ টাকা বাড়ানো হয়েছে। যার ফলে ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়ে কলকাতায় হয়েছে ২৩৫১ টাকা।

বিমানের জ্বালানির খরচ
পাশাপাশি বিমানের জ্বালানির খরচ প্রতি কিলোলিটারে বেড়েছে ২২৫৮ টাকা ৫৪ পয়সা। যার ফলে তা বেড়ে দাঁড়িয়েছে প্রতি কিলোলিটারে ১১২৯২৪.৮৩ টাকা।