For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ থেকে ২০০টির বেশি পণ্যের দাম কমছে, কী কী সস্তা হল জিএসটিতে জানুন

আজ থেকে মোট ২০০টির বেশি পণ্যের দাম সস্তা হল।

  • |
Google Oneindia Bengali News

জিএসটি মোতাবেক আজ থেকে মোট ২০০টির বেশি পণ্যের দাম সস্তা হল। এর মধ্যে রয়েছে বাথরুমে ব্যবহারকারী সামগ্রী থেকে শুরু করে আসবাবপত্র সহ অনেক কিছু। এদিন বুধবার থেকেই হ্রাস পাওয়া দাম কার্যকর হবে। মূলত ভোগ্যপণ্যের ক্ষেত্রেই এর বিশেষ প্রভাব পড়লেও এর পাশাপাশি রেস্তরাঁ, হোটেল ব্যবসাও এর সুফল ভোগ করবে।

আজ থেকে ২০০টির বেশি পণ্যের দাম কমছে, কী কী সস্তা হল জিএসটিতে

[আরও পড়ুন:মোদী সরকারের এই পদক্ষেপে এবার নিশ্চিন্তে যান হোটেল কিংবা রেস্টুরেন্টে][আরও পড়ুন:মোদী সরকারের এই পদক্ষেপে এবার নিশ্চিন্তে যান হোটেল কিংবা রেস্টুরেন্টে]

গত শুক্রবার অসমের গুয়াহাটিতে জিএসটি কাউন্সিলের বৈঠক ছিল। সেখানে মাত্র ৫০টি পণ্যকে রেখে বাকী ১৮০টির মতো পণ্যকে সর্বোচ্চ ২৮ শতাংশের স্ল্যাব থেকে কমিয়ে আনা হয়েছে। সুপারিশ করা হয়েছিল প্রায় ২১০টি পণ্যের দাম কমানোর জন্য।

রেস্তরাঁতেও জিএসটি রেট ১৮ ও ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নিয়ে আসা হয়েছে। এছাড়া চকোলেট, কনডেন্সড মিল্ক, মেয়োনিজ, রিফাইনড সুগার, সুগার কিউব, পাস্তা, ইডলি-দোসা ব্যাটার, ফ্রোজেন ফিস, চিউয়িং গাম, ওয়াশিং পাউডার, শেভিং ক্রিম, ব্লেড, শ্যাম্পু, ডিওডোরেন্ট, কসমেটিক্সের দাম কমতে চলেছে।

নতুন জিএসটি ঘোষণার ফলে হিন্দুস্তান উইনিলিভার, জিএসকে, জিলেট, নেসলে, হ্যাভেলস, ক্রম্পটন, ফিনোলেক্স, কাজারিয়া, সোমানি, সেঞ্চুরি প্লাই, বাটা, জেট এয়ারওয়েজের মতো সংস্থা বিশেষ লাভবান হবে। যদিও রেস্তরঁ ও হোটেলে জিএসটি কমানোয় বেশ কিছু ক্ষেত্রে মালিকপক্ষ খুশি নয়। আগের চেয়ে খরচ বেড়েছে এবং তার ভার গ্রাহকদের উপরই চাপানো হবে বলে তাঁরা সরাসরি জানিয়েছেন।

English summary
Over 200 goods to be cheaper from today after Revised GST rates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X