For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটিতে বড় ঘোষণা, দাম কমল বেশকিছু অত্যাবশকীয় পণ্যের, দেখে নিন তালিকাটা

জিএসটি কাউন্সিলের ২৩ তম বৈঠক এদিন বসেছিল অসমের গুয়াহাটিতে। সেখানে বৈঠক শেষে বড় ঘোষণা করল কেন্দ্র।

  • |
Google Oneindia Bengali News

জিএসটি কাউন্সিলের ২৩ তম বৈঠক এদিন বসেছিল অসমের গুয়াহাটিতে। সেখানে বৈঠক শেষে বড় ঘোষণা করল কেন্দ্র। সর্বোচ্চ ২৮ শতাংশের স্ল্যাবে মোট ২২৭টি পণ্য আগে রাখা হয়েছিল। তা কমাতে কমাতে মাত্র ৫০টিতে নামিয়ে আনা হল।

জিএসটিতে সর্বোচ্চ করের স্ল্যাবে রইল মাত্র ৫০টি পণ্য

পাশাপাশি ২৮ শতাংশ জিএসটি ক্যাটেগরিতে ১২টি পণ্যের দাম কমানো হয়েছে। যার মধ্যে রয়েছে গ্রানাইট, আফটার শেভ কিট, বিউটি প্রোডাক্ট, মার্বেল, চকোলেট, শ্যাম্পু, জুতো পালিশ, চুয়িংগাম, ডিটারজেন্ট ও শেভিং ক্রিমের মতো পণ্য। এগুলিকে ১৮ শতাংশের ক্যাটেগরিতে আনা হয়েছে।

জিএসটিতে বড় ঘোষণা, ২২৭ থেকে কমে সর্বোচ্চ করের স্ল্যাবে রইল মাত্র ৫০টি পণ্য, দাম কমল কোন পণ্যের

জিএসটিতে বড় ঘোষণা, ২২৭ থেকে কমে সর্বোচ্চ করের স্ল্যাবে রইল মাত্র ৫০টি পণ্য, দাম কমল কোন পণ্যের

জিএসটিতে বড় ঘোষণা, ২২৭ থেকে কমে সর্বোচ্চ করের স্ল্যাবে রইল মাত্র ৫০টি পণ্য, দাম কমল কোন পণ্যের

বিহারের অর্থমন্ত্রী তথা জিএসটি্ কাউন্সিলের সদস্য সুশীল মোদী জানিয়েছেন, সবমিলিয়ে মাত্র ৫০টি পণ্য এখন সর্বোচ্চ ২৮ শতাংশের ক্যাটেগরিতে রয়েছে। বিলাসবহুল দ্রব্য শুধুমাত্র সর্বোচ্চ ব্র্যাকেটে থাকবে, এই নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি জনসাধারণের বহুল ব্যবহৃত পণ্য সবকটিকেই কম করের আওতায় রাখার সিদ্ধান্ত হয়েছে।

English summary
Only 50 items to face 28% GST tax rate: See all the details here
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X