For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধার আপডেট করা যাবে সহজেই, নতুন পরিষেবা নিয়ে হাজির UIDAI

দেশের মানুষের কাছে আধার (Aadhaar) একটি উল্লেখযোগ্য নথি। দেশে আধার এখন পরিচয়পত্রে প্রমাণ। আধারের সঙ্গে প্যান কার্ডের সংযোগ যেমন বাধ্যতামূলক হয়েছে, ঠিক তেমনই শিশুদের ভর্তি থেকে যে কোনও ফর্মের পূরণে আধার অন্যতম নথি

  • |
Google Oneindia Bengali News

দেশের মানুষের কাছে আধার (Aadhaar) একটি উল্লেখযোগ্য নথি। দেশে আধার এখন পরিচয়পত্রে প্রমাণ। আধারের সঙ্গে প্যান কার্ডের সংযোগ যেমন বাধ্যতামূলক হয়েছে, ঠিক তেমনই শিশুদের ভর্তি থেকে যে কোনও ফর্মের পূরণে আধার অন্যতম নথি হয়ে দাঁড়িয়েছে। আধারের সঙ্গে মোবাইল সংযোগ না থাকায় আবার অনেকে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগও তুলছেন। অনেকেই কাছেই এই আধারের সঙ্গে মোবাইল সংযোগ থেকে শুরু করে, সব সময়ই কিছু না কিছু আপডেট জরুরি হয়ে পড়ছে। তা অনুধাবন করেই UIDAI কর্তৃপক্ষ আধার আপডেটের (UPDATE) পরিষেবা নিয়ে হাজির হয়েছে।

সহজ উপায়ে আধার আপডেট

সহজ উপায়ে আধার আপডেট

অনেক সময়ই অনেকের ক্ষেত্রে আধার কার্ডে নাম, ঠিকানা, জন্ম তারিখ পরিবর্তন জরুরি হয়ে পড়ে। কেননা তা নথিভুক্তির সময় ভুল হয়েছিল। এছাড়াই অনেক পরিবারেই নতুন সদস্যের জন্য আধার কার্জ তৈরিও জরুরি হয়ে পড়ে। তবে তা করতে গেলে এখন আধার কেন্দ্রে যেতে হবে না। ঘরে বসে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করে কাজটি করা যেতে পারে। সেক্ষেত্রে আধার সেবা কেন্দ্রে দীর্ঘ লাইনও এড়ানো যেতে পারে।

অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যেসব কাজগুলি করা যাবে

অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যেসব কাজগুলি করা যাবে

অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেসব কাজ করা যাবে, তার মধ্যে রয়েছে, নতুন আধার তৈরি, নাম সংশোধন, জন্ম তারিখ সংশোধন, ঠিকানা সংশোধন, মোবাইল নম্বর সংশোধন, মোবাইল নম্বর সংযুক্ত, ইমেল আইডি আপডেট, লিঙ্গ সংশোধন এবং বায়োমেট্রিক সংশোধন।

কীভাবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে

  • https://uidai.gov.in/-এ গিয়ে My Aadhaar-এ ক্লিক করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।
  • অ্যাপয়েন্টমেন্টে আধার সেবা কেন্দ্র বুক করতে হবে।
  • ড্রপডাউনে শহর এবং অবস্থান জানাতে হবে।
  • মোবাইল নম্বর দিয়ে নতুন আধার কিংবা আধার আপডেট কোনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেখানে ক্লিক করতে হবে।
  • ক্যাপচা লিখে, জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে।
  • ওটিপি লেখার পরে ভেরিফিকেশনে ক্লিক করতে হবে।
  • প্রমাণ ও ব্যক্তিগত বিবরণ এবং ঠিকানা লিখতে হবে।
  • সময় নির্বাচন করে নেক্সট-এ ক্লিক করতে হবে।
  • এইভাবেই অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে।
আধার সেবা কেন্দ্রে গিয়ে বাকি কাজ

আধার সেবা কেন্দ্রে গিয়ে বাকি কাজ

এরপর নির্দিষ্ট সময় অনুযায়ী আধার সেবা কেন্দ্রে গিয়ে বাকি কাজ করতে হবে। দিতে হবে নির্দিষ্ট ফি। এই উপায়ে আধার সেবা কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাপারে সুরাহা হবে বলেই মনে করছে ইউআইডিএআই কর্তৃপক্ষ। এই কাজটি করার কয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন-সহ নতুন আধার কার্ড বাড়িতে চলে যাবে।

মাসের শুরু থেকে ব্যাঙ্কে অনেকেরই ব্যাঙ্কে যাওয়া জরুরি! ফেব্রুয়ারিতে অনেক ছুটি, আগে থেকে প্ল্যান করে নিনমাসের শুরু থেকে ব্যাঙ্কে অনেকেরই ব্যাঙ্কে যাওয়া জরুরি! ফেব্রুয়ারিতে অনেক ছুটি, আগে থেকে প্ল্যান করে নিন

English summary
One can update his Aadhaar by booking an appointment in UIDAI portal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X