For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাত্র দু'দিনে ১১০০ কোটির ব্যবসা ওলা ইলেকট্রিকের, বাইক বাজারে সাড়া ফেলছে দুই নয়া স্কুটার

মাত্র দু'দিনে ১১০০ কোটির ব্যবসা ওলা ইলেকট্রিকের, বাইক বাজারে সাড়া ফেলছে দুই নয়া স্কুটার

  • |
Google Oneindia Bengali News

রেকর্ড তৈরি হয়েছিল প্রথমদিনেই। এবার দ্বিতীয় দিনেও সকলের নজর কাড়ছে ওলা ইলেকট্রিক। শেষ পাওয়া খবর অনুয়ায়ী গত দু'দিনে ১ হাজার ১০০ কোটি টাকার ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) বিক্রি করল ওলা ইলেকট্রিক (Ola Electric)। প্রথম বিক্রি শুরু হয় ১৫ সেপ্টেম্বর। শুরুর দিনেই ৬০০ কোটি টাকা ঘরে তুলেছিল নেদারল্যান্ডের সংস্থা ওলার ইলেকট্রিক।

মাত্র দু'দিনে ১১০০কোটি টাকার ব্যবসা

মাত্র দু'দিনে ১১০০কোটি টাকার ব্যবসা

এদিকে ইতিমধ্যেই টুইট করে নিজেদের সাফল্যের খবর জানিয়েছে এই ওলা। আর তাতেই ফের পড়ে গিয়েছে সাড়া। শুক্রবার ট্যুইট করে কোম্পানি জানিয়েছে, মাত্র দু'দিনে ১১০০কোটি টাকার স্কুটার বিক্রি করেছে তাদের সংস্থা। যা ভারতের স্কুটার বিক্রির ইতিহাসে প্রথম। এমনকী বর্তমানে দেশের সমস্ত মোটরবাইক বিক্রেতারা একযোগেও এত বাইক আগে কখনও বিক্রি করতে পারেননি। আর তাতেই তৈরি হচ্ছে নয়া রেকর্ড।

কেনাকাটা চলছে অনলাইনেই

কেনাকাটা চলছে অনলাইনেই

এদিকে গোটা কেনাকাটার প্রক্রিয়াই চলছে অনলাইন। প্রি-বুকিং খোলা হয়েছিল গত জুলাই মাস থেকে। ওই প্রি বুকিং উইন্ডো খোলার ২৪ ঘণ্টার মধ্যেই ১ লাখ কাস্টমার তাদের ইলেকট্রিক স্কুটার বুক করেছিলেন। যদিও প্রতিটা প্রি-বুকিংয়ের জন্য দিতে হয়েছিল ৪৯৯ টাকা করে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকেই দুটি নতুন স্কুটার বিক্রির কথা ছিল ওলা ইলেকট্রিকের। গত সপ্তাহে ওলার অফিশিয়াল ওয়েবসাইটে কিছু সমস্যা দেখা দেওয়ায় সংস্থার ইলেকট্রিক স্কুটারের বিক্রি শুরু হতে কিছুটা দেরি হয়।

কোথায় কিনতে পাওয়া যাবে

কোথায় কিনতে পাওয়া যাবে

অবশেষে গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় বিক্রিবাটা। বর্তমানে ডেলিভারি টু হোম মোড ফলো করছে ওলা। কোন শোরুমে পাওয়া যাবে না এই গাড়ি। একমাত্র ওলা অ্যাপেই স্কুটারের অর্ডার করতে পারছেন গ্রাহকেরা। সামনে এসেছে Ola S1 ও S1 Pro সিরিজের দুটি নতুন স্কুটার। Ola S1 electric scooter-এর দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯টাকা(এক্স শোরুম দাম)। পাশাপাশি Ola S1 Pro electric এর দাম রয়েছে ১,২৯,৯৯৯ টাকা(এক্স শোরুম দাম)।

দীপাবলিতেই ফের প্রি-বুকিংয়ের সুবিধা

দীপাবলিতেই ফের প্রি-বুকিংয়ের সুবিধা

অন্যদিকে বর্তমানে আর প্রি-বুকিংয়ের সুবিধা পাওয়া যাচ্ছে না। যদিও বর্তমানে নয়া ঘোষণায় ওলা জানিয়েছে নভেম্বর মাসে দীপাবলির সময় আবারও তাদের পারচেজ উইন্ডো খুলবে। এদিকে ওয়াকিবহাল মহলের ধারণা ওলার ইলেকট্রিক স্কুটার শীঘ্রই ভারতের বাজারে থাকা Ather 450X, Simple One, TVS iQube এবং Bajaj Chetak-কে আগামীতে কড়া টক্কর দিতে পারে। এদিকে গতকাল দেখা যায়, বিক্রি শুরু পর থেকেই গোটা দেশে প্রতি সেকেন্ডে ৪টি করে স্কুটার বিক্রি হয়েছে ওলার। যাতেই সাড়া পড়েছে নেটপাড়াতেও।

ছবি সৌ:ওলা টুইটার ভিডিও

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Two new scooters are chilling in bike market, Ola Electric's business worth Rs 1,100 crore in just two days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X