বিশ্বজুড়ে করোনার মার, তেলের দাম ২২ বছরে নামল তলানিতে
আন্তর্জাতিক বাজারে হু-হু করে কমছে জ্বালানি তেলের দাম। এবং তা কমতে কমতে দিন ২২ বছরের পুরনো দামে ফিরে গেল। করোনা ভাইরাসের যে প্রভাব বিশ্বজুড়ে দেখা দিয়েছে তা প্রায় সমস্ত দেশের অর্থনীতিকে ধসিয়ে দিয়েছে। এবং এই পতন যে কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না।

এদিন ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম কমে হয়েছে ১১ ডলারের কিছু বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর তেলের যোগান রয়েছে। অন্যদিকে বিশ্বজুড়ে তার চাহিদা কম হওয়ায় দাম আরও কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
করোনা ভাইরাসের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে চলছে লকডাউন। তার ফলে পরিবহণ থেকে শিল্পোৎপাদন - সব জায়গাতেই জ্বালানি তেলের চাহিদা কমেছে। অন্যদিকে তেল উৎপাদন কমিয়ে দিলেও যতটা উৎপাদন হচ্ছে ততটা খরচ হচ্ছে না। ফলে অতিরিক্ত তেল সংরক্ষিত করতে হচ্ছে। যে অবস্থাও প্রায় শেষের দিকে এসে ঠেকেছে।

কারণ যেখানে তেল সংরক্ষিত হয় সেই ভান্ডারগুলি প্রায় পূর্ণ হয়ে গিয়েছে। অন্যদিকে চাহিদাও বিশেষ বাড়ছে না। এই অবস্থায় আগামী কিছুদিনের মধ্যে তেলের দাম জলের থেকেও সস্তা হয়ে যাবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।