For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনলাইন শপিং স্ক্যাম! উৎসবের মরসুমে সাইবার ক্রাইমের সংখ্যা চমকে দেওয়ার মতো

উৎসবের মরসুম। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসব। সেই মরসুমেই নিশানা প্রসারিত করে অললাইন প্রতারকরা। যার জেরে প্রতারণা কিংবা কেলেঙ্কারির মুখোমুখি হয়েছেন বহু ভারতবাসী। সমীক্ষায় দেখে গিয়েছে এই সংখ্যা প্রায় ৬২ শতাংশের মতে।

  • |
Google Oneindia Bengali News

উৎসবের মরসুম। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসব। সেই মরসুমেই নিশানা প্রসারিত করে অললাইন প্রতারকরা। যার জেরে প্রতারণা কিংবা কেলেঙ্কারির মুখোমুখি হয়েছেন বহু ভারতবাসী। সমীক্ষায় দেখে গিয়েছে এই সংখ্যা প্রায় ৬২ শতাংশের মতে। এব্যাপারে একটি বেসরকারি সংস্থা সমীক্ষা চালিয়েছে। তারা সাইবার নিরাপত্তার পাশাপাশি অনলাইনে কেটাকাটার দৃষ্টিভঙ্গি পরীক্ষা করে দেখেছে।

ক্রেতারা আদৌ কতটা সতর্ক

ক্রেতারা আদৌ কতটা সতর্ক

অনলাইনে অর্থ লেনদেনের সময় কতটা সতর্ক হওয়া উচিত, তা নিয়েও সমীক্ষা করা হয়। ক্রেতারা কীকী বিষয়ে সতর্কতা অবলম্বন করেছেন তাও দেখা হয়। কেননা লেনদেনের সময় কোন ফাঁক অর্থপ্রদানকারী রেখেছেন, যার মাধ্যমে তথ্য জালিয়াতি হতে পারে তাও দেখা হয়। কেননা অনলাইন শপিং জালিয়ালি এখন শুধু সারা ভারতের সমস্যা নয় বিশ্বের সমস্যা। প্রতিটি দেশেই স্ক্যামারদের লক্ষ্য এখন অনলাইনের বাজার।

 উৎসবের মরসুমে বেশি ঝুঁকি

উৎসবের মরসুমে বেশি ঝুঁকি

উৎসবরে মরসুমে অনলাইনে কেনাকাটা যে বেশি ঝুঁকির তা স্বীকার করে নিয়েছেন অংশগ্রহণকারীরা। তবে উৎসবের মরসুমে অলনাইনে বেশি সুবিধা দেওয়াটাও অংশগ্রহণ বেশি হওয়ার অন্যতম কারণ। সমীক্ষায় দেখা গিয়েছে, প্রাপ্তবয়স্কদের অন্তত ৬০ শতাংশ মনে করেন উৎসবের সময় অনলাইনে কেনাকাটা একটু বেশি ঝুঁকির।

সতর্ক হতে হবে অনলাইন বিজ্ঞাপন থেকে

সতর্ক হতে হবে অনলাইন বিজ্ঞাপন থেকে

অনলাইন স্ক্যামারদের থেকে বাঁচতে অললাইন বিজ্ঞাপন থেকে সতর্ক হতে হবে। ব্রিটেনে যেমন অনলাইন শপিং জালিয়াতি রুখতে প্রোমোশনাল বিজ্ঞাপন বন্ধ করতে আরও বেশি উদ্যোগের কথা বলা হয়েছে। অন্যদিকে গত ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে গুগল এফসিএ অনুমোদিত নয়, এমন বিজ্ঞাপনও নিষিদ্ধ করা হয়েছে। প্রযুক্তি সংস্থাগুলি জালিয়াতি প্রতিরোধের পাশাপাশি সরকার ও নিয়ন্ত্রক সংস্থাকে এব্যাপারে সাহায্য করছে বলেও জানিয়েছেন।

ভারতে সমীক্ষা

ভারতে সমীক্ষা

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই সমীক্ষা চালানো হয়েছিস ১৮ বছরের বেশি বয়য়ী প্রায় একহাজার ভারতীয়ের ওপরে। ১৫ অগাস্ট ২০২২ থেকে ১ সেপ্টেম্বর ২০২২-এর মধ্যে এই অনলাইন সমীক্ষা চালানো হয়। এই সংখ্যাকে দেশের জনসংখ্যা এবং অনলাইনে ব্যবহারকারী জনসংখ্যার সঙ্গেও তুলনা করে হয়েছে।

ছেলের জন্য ন্যায় বিচার এবং সংবিধান বাঁচানোর ডাক! ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে রোহিত ভেমুলার মাছেলের জন্য ন্যায় বিচার এবং সংবিধান বাঁচানোর ডাক! ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে রোহিত ভেমুলার মা

English summary
Number of Online shopping scam during festive season is astounding
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X