For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Debit কার্ড বাড়িতে? মোবাইলের এই অ্যাপেই ATM থেকে তুলতে পারবেন নগদ টাকা

একসময় ব্যাঙ্কে গিয়ে টাকা তোলাই ছিল একমাত্র উপায়। পরে হাতে হাতে পৌঁছে যায় ডেবিট কার্ড। যে কোনও জায়গায় এটিএম মেশিন থেকে সহজেই তুলে নেওয়া যায় টাকা। আর এবার টাকা তোলার ক্ষেত্রে আরও সহজ উপায় চালু হতে চলেছে। সম্প্রতি এনসিআর কর

  • |
Google Oneindia Bengali News

একসময় ব্যাঙ্কে গিয়ে টাকা তোলাই ছিল একমাত্র উপায়। পরে হাতে হাতে পৌঁছে যায় ডেবিট কার্ড। যে কোনও জায়গায় এটিএম মেশিন থেকে সহজেই তুলে নেওয়া যায় টাকা। আর এবার টাকা তোলার ক্ষেত্রে আরও সহজ উপায় চালু হতে চলেছে। সম্প্রতি এনসিআর কর্পোরেশনের তরফে থেকে জানানো হয়েছে, কার্ড ছাড়াই নগদ টাকা তোলার পদ্ধতি চালু করতে চলেছে তারা।

তার জন্য দেশের সব মেশিনগুলিকে আপগ্রেডও করা হচ্ছে। এতে সাধারণ মানুষের টাকা তোলার বিষয়টি আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

কার্ড ব্যবহার না করেই টাকা তোলা সম্ভব

কার্ড ব্যবহার না করেই টাকা তোলা সম্ভব

নতুন পদ্ধতিতে কোনও ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার না করেই টাকা তোলা সম্ভব। ইউপিআই-এর ওপর ভিত্তি করে টাকা তুলতে হবে। যদি কার্ড হারিয়ে যায়, বা কার্ড বাড়িতে ফেলে আসেন, সে ক্ষেত্রে এই পদ্ধতিতে টাকা তুলতে পারবেন সহজেই। প্রতিনিয়ত যাঁরা কর্মসূত্রে বাইরে বের হন, তাঁদের জন্য এই পদ্ধতি অত্যন্ত সুবিধাজনক হতে চলেছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েক মাস আগেই এই বিষয়ে আরবিআইয়ের তরফে ব্যাঙ্কগুলিকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

 কী ভাবে ইউপিআই-এর মাধ্যমে টাকা তুলতে হবে, জেনে নিন

কী ভাবে ইউপিআই-এর মাধ্যমে টাকা তুলতে হবে, জেনে নিন

টাকা তোলার জন্য সংশ্লিষ্ট এটিএম মেশিনটিতে ইউপিআই সার্ভিস থাকতে হবে। আপনার ফোনে থাকতে হবে জি পে, ফোন পে, আমাজন পে বা পেটিএমের মতো অ্যাপ। আপনার ফোনে থাকতে হবে ইন্টারনেট কানেকশন।

উল্লেখ্য, আপাতত এই পদ্ধতিতে ৫ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে। প্রাথমিক ভাবে এই ব্যবস্থা চালু হলেও ধীরে ধীরে টাকা তোলার পরিমাণ আরও বাড়ানো হবে বলেই জানা যাচ্ছে।

১. এটিএম মেশিনের Withdraw অপশন বেছে নিতে হবে।

২. এটিএমের স্ক্রিনে UPI অপশন এলে, সেটি বেছে নিন।

৩. এটিএম স্ক্রিনে দেখা যাবে একটি QR Code

৪. এবার আপনার ফোনের যে কোনও UPI সম্বলিত অ্যাপ থেকে QR Code স্ক্যানার খুলে নিন।

৫. QR Code স্ক্যান হয়ে যাওয়ার পর কত টাকা তুলতে চান, সেটা দিন।

৬. এরপর UPI PIN দিয়ে টাকা তুলে নিন।

কাদের সুবিধা হবে-

কাদের সুবিধা হবে-

ATM থেকে Cardless cash উইথড্রোল সিস্টেম ইনস্টোল হয়ে যাওয়ার পর এই সুবিধা কার্যকর হবে। আর সেই লক্ষ্যেই মেশিনগুলি আপডেট করা হচ্ছে। আর এই সুবিধা কার্যকর করা'র পর একটা বড় অংশের মানুষের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যারা বেশিরভাগ সময়ে ডেবিট কার্ড ভুলে যান তাঁদের ক্ষেত্রে এই সুবিধা মিলবে। কিংবা কার্ড হঠাত করে ডিক্লাইন করে দিল কিন্তু আপনার টাকার দরকার। সেক্ষেত্রে এই সুবিধা কাজে আসবে বলে মনে করা হচ্ছে। স্মার্টফোনে থাকা ইউপিআই অ্যাপের সাহায্যে এটিএম মেশিনের সাহায্যে এই টাকা তোলা যাবে।

English summary
Now you can withdraw money from ATM without debit or credit card
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X