For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Jandhan Account: সাধারণ অ্যাকাউন্টকে জনধন অ্যাকাউন্টে বদলেই মিলবে লোন! পাওয়া যাবে বীমার সুবিধাও

যদি আপনার কাছে প্রথম থেকেই অ্যাকাউন্ট থাকে আর তা জনধন যোজনার সুবিধা পেতে চান তাহলে ওই অ্যাকাউন্ট কনভার্ট করতে হবে। আর জনধন অ্যাকাউন্টে কনভার্ট করা হলেও রূপে কার্ড পাওয়া যাবে। এমনকি অভারড্রাভটের সুবিধাও পাওয়া যাবে।

  • |
Google Oneindia Bengali News

Jandhan Account : যদি আপনার কাছে প্রথম থেকেই অ্যাকাউন্ট থাকে আর তা জনধন যোজনার সুবিধা পেতে চান তাহলে ওই অ্যাকাউন্ট কনভার্ট করতে হবে। আর জনধন অ্যাকাউন্টে কনভার্ট করা হলেও রূপে কার্ড পাওয়া যাবে। এমনকি অভারড্রাভটের সুবিধাও পাওয়া যাবে।

এছাড়াও একাধিক সুবিধা পাওয়া যাবে। দেশের প্রত্যেক মানুষের কাছে যাতে অ্যাকাউন্ট থাকে সেদিকে তাকিয়েই এই যোজনা নিয়ে আসেন। যা অন্যতম জনপ্রিয় যোজনাগুলির মধ্যে একটি

জনধন যোজনা আসলে কি?

জনধন যোজনা আসলে কি?

জন ধন যোজনা প্রকল্পের আওতায় যাদের সেভিংস অ্যাকাউন্ট খুলে দেবে সরকার, সেই সব পরিবারকে নিখরচায় ডেবিট কার্ড দেওয়া হবে। এক লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা থাকবে। ন্যূনতম টাকা বা মিনিমাম ব্যালেন্স অ্যাকাউন্টে রাখার বাধ্যবাধকতা থাকবে না। প্রয়োজনে সংশিষ্ট অ্যাকাউন্টধারীরা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারেন। এই যোজনার মাধ্যমে বেশ কিছু টাকা লোন হিসাবেও পাওয়া যায়। ইতিমধ্যে কয়েক লাখ মানুষ জনধন যোজনার মাধ্যমে সুবিধা নিয়ে থাকেন।

অ্যাকাউন্ট কীভাবে কনভার্ট করা যায়-

অ্যাকাউন্ট কীভাবে কনভার্ট করা যায়-

যদি কোনও ব্যাঙ্কে আপনার প্রথম থেকেই অ্যাকাউন্ট থাকে তাহলে খুব সহজেই জনধন যোজনার সুবিধা নেওয়া যাবে। তবে এক্ষেত্রে অ্যাকাউন্টটি কনভার্ট করে নিতে হবে। এমনকি অ্যাকাউন্টের সঙ্গে দেওয়া রূপে কার্ডের সাহায্যে বীমা লাভ তুলতে পারা যাবে। যে কোনও পুরানো সেভিংস অ্যাকাউন্টকে জন ধন অ্যাকাউন্টে রূপান্তর করা একটি সহজ কাজ। প্রথমেই আপনাকে এক্ষেত্রে ব্যাঙ্কে যেতে হবে। এরপর একটি ফর্ম নিয়ে ভরতে হবে। এরপির রূপে কার্ডের জন্যে আবেদন করতে হবে। খুব একটা কঠিন কাজ নয়। খুব সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করা যাবে।

জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায়

জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায়

প্রধানমন্ত্রী জনধন যোজনা একটি জয়েন্ট অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়ে থাকে। জনধন অ্যাকাউন্ট খুললে এই সমস্ত লাভ তোলার সঙ্গে সঙ্গে গ্রাহকদের বিনামূল্যে একটি ডেবিট কার্ড প্রদান করে। যেখানে দুর্ঘটনার বীমা এবং সাধারণ বীমার সুবিধা একেবারে বিনামূল্যে দিয়ে থাকে। প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্কদের সাহায্য করার জন্য এই প্রকল্পের অধীনে যৌথ সুবিধা শুরু হয়েছে।

লোন পাওয়া যায়-

লোন পাওয়া যায়-

জনধন অ্যাকাউন্টে একাধিক সুযোগ-সুবিধা পাওয়া যায়। জন ধন যোজনার অধীনে অ্যাকাউন্ট হোল্ডাররা সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের মতোই ঋণ পেতে পারেন। জনধন যোজনা অ্যাকুয়াউন্ট হোল্ডারদের বিশেষ কোনও শর্ত নেই। সাধারণ ব্যাঙ্ক হোল্ডারদের মতোই সুবিধা পান। এই স্কিমের অধীনে ঋণ নেওয়ার ক্ষেত্রে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হল প্রয়োজনীয় নথি প্রমাণ এবং সম্পত্তি। এই প্রমাণগুলি PMJDY-এর অধীনে ঋণ পাওয়া সহজ করে তোলে।

English summary
normal account can be transformed to Jandhan Account, one can take loan and insurance also
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X