For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামনের মার্চ পর্যন্ত ভারতীয় রেল দিচ্ছে টিকিট কাটায় বিশেষ ছাড়

মার্চ মাস পর্যন্ত অনলাইনে রেলের টিকিট কাটলে কোনও সার্ভিস চার্জ দিতে হবে না।

  • |
Google Oneindia Bengali News

আগামী বছরের মার্চ মাস পর্যন্ত অনলাইনে রেলের টিকিট কাটলে কোনও সার্ভিস চার্জ দিতে হবে না। রেল যাত্রীরা পরিষেবা কর না দিয়েই টিকিট কাটতে পারবেন। ভারতীয় রেল সূত্রে এমনটাই খবর।

সামনের মার্চ পর্যন্ত ভারতীয় রেল দিচ্ছে টিকিট কাটায় বিশেষ ছাড়

গতবছরের নোট বাতিলের পর ডিজিটাল ব্যবস্থায় টিকিট বুকিংয়ে উৎসাহ দিতে অনলাইনে টিকিট কাটায় পরিষেবা কর দিতে হবে না বলে ঘোষণা করা হয়েছিল। সেই ব্যবস্থা আগামী মার্চ মাস পর্যন্ত থাকবে।

প্রথমে তা এবছরের জুন ও পরে সেপ্টেম্বর মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল। আইআরসিটিসি-র মাধ্যমে টিকিট কাটলে ২০ থেকে ৪০ টাকা পরিষেবা কর দিতে হয়। সেপ্টেম্বরের পর তা সামনের বছরের মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।

রেলের উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, আইআরসিটিসি-র এক তৃতীয়াংশ রোজগার আসে অনলাইনে টিকিট বুকিংয়ের পরিষেবা কর থেকে। আইআরসিটিসি-র মোট ১৫০০ কোটি টাকা রোজগারের মধ্যে ৫৪০ কোটি টাকা গতবছরে এসেছে টিকিট বুকিং থেকে। মার্চের পর পরিষেবা করের টাকা যোগ হলে তা আরও বেড়ে যাবে।

English summary
No service charge on e-ticket till March 2018, says IRCTC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X