For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেনের রিজার্ভেশন চার্ট তুলে দিচ্ছে রেল, জানুন কীভাবে আসন চিনবেন

আগামী মার্চের শুরু থেকে দূরপাল্লার সমস্ত ট্রেনে সংরক্ষিত কামরায় যাত্রীদের জন্য ট্রেনের গায়ে সাঁটানো সংরক্ষিত তালিকা রেল বন্ধ করতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

আগামী মার্চের শুরু থেকে দূরপাল্লার সমস্ত ট্রেনে সংরক্ষিত কামরায় যাত্রীদের জন্য ট্রেনের গায়ে সাঁটানো সংরক্ষিত তালিকা রেল বন্ধ করতে চলেছে। এই নির্দেশ কার্যকরী করতে বলা হয়েছে। পাইলট প্রকল্প হিসাবে আগামী ছয়মাস এই পথেই হাঁটবে রেল। দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরার বাইরে সংরক্ষণের তালিকা সাঁটা থাকবে না।

ট্রেনের রিজার্ভেশন চার্ট তুলে দিচ্ছে রেল

রেল সূত্রে বলা হয়েছে, এ১, এ ও বি ক্যাটেগরির স্টেশনের জন্য সংরক্ষণ তালিকা ঝোলানো বন্ধ হচ্ছে। বদলে সেই সংক্রান্ত লেটেস্ট আপডেট যাত্রীর মোবাইলে এসএমএসের মাধ্যমে পৌঁছে যাবে।

বহুদিন ধরেই রেলের কামরার বাইরে রিজার্ভেশন তালিকা সাঁটা তুলে দেওয়ার কথা ভাবছিল রেল। বিভিন্ন স্টেশনে তা আগে চালুও হয়েছে। এবার পশ্চিমবঙ্গের দুই বড় স্টেশন হাওড়া ও শিয়ালদহ থেকে ছাড়া ট্রেনগুলিতেও এই নিয়ম চালু হচ্ছে।

রেলের ভাবনা, রিজার্ভেশন চার্ট লাগানো থাকলে তা ট্রেনের বহিরাঙ্গের সৌন্দর্য্যকে নষ্ট করছে। তাই তা তুলে দেওয়া হচ্ছে। এদিকে কনফার্মড টিকিটের ক্ষেত্রে যেমন কোচ নম্বর ও সিট নম্বর লেখা থাকে তা একই থাকছে।

যাদের টিকিট কনফার্মড নয়, অথবা ফাইনাল লিস্ট হওয়ার পরে কনফার্ম হয়েছে তাদের সেই অনুযায়ী মোবাইল নম্বরে এসএমএস করে জানিয়ে দেবে রেল।

English summary
Indian Railways plans to save money by doing away with reservation charts on all trains from March 1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X