For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এমাসে 'বন্ধ' এলপিজির ভর্তুকি! নতুন সিদ্ধান্ত জুন মাসে

এমাসে 'বন্ধ' এলপিজির ভর্তুকি! নতুন সিদ্ধান্ত জুন মাসে

  • |
Google Oneindia Bengali News

এমাসে বন্ধ এলপিজির ভর্তুকি। অর্থাৎ এমাসে যদি আপনি কোনও সিলিন্ডার নেন, তাহলে তার জন্য কোনও টাকা আপনার অ্যাকাউন্টে জমা পড়বে না। কেননা চলতি মাসে ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম এমাসে কমেছে ১৯০ টাকা। তবে তা এমাসের জন্যই। আগামী মাসের সিদ্ধান্ত একেবারে মাসের শুরুতেই জানা যাবে।

 এমাসে গ্যাসে ভর্তুকি নয়

এমাসে গ্যাসে ভর্তুকি নয়

এপ্রিল মাসে যাঁরা এলপিজির সিলিন্ডার নিয়েছেন, তাঁরা সিলিন্ডার পিছু অ্যাকাউন্টে ১৮৯.৫৭ টাকা পেয়েছেন। কিন্তু এমাসে ভর্তুকি বাবদ কোনও টাকাই পাওয়া যাবে না। কেননা ভর্তুকি বিহীন এলপিজির মূল্য কলকাতায় কমেছে ১৯০ টাকা। কলকাতায় এখন ১৪ কেজির ভর্তুকি বিহীন সিলিন্ডারের মূল্য ৫৮৪.৫০ টাকা। অর্থাৎ যে টাকা গতমাসে ভর্তুকি হিসেবে কেউ পেয়েছিলেন, তার থেকেও বেশি কমেছে এলপিজির দাম।

ভর্তুকি উঠে যাচ্ছে না

ভর্তুকি উঠে যাচ্ছে না

সাধারণভাবে এলপিজির মূল্য নির্ধারণ করা হয় কোনও মাসের প্রথম দিন। সেই মতো ১ জুন ওইমাসের জন্য মূল্য নির্ধারণ করা হবে। সেই সময় সদাম যদি বাড়ে, তবে ফের ভর্তুকি মিলবে।

২০১৩ সাল থেকে শুরু হয়েছে সিলিন্ডার পিছু ভর্তুকি প্রদান

২০১৩ সাল থেকে শুরু হয়েছে সিলিন্ডার পিছু ভর্তুকি প্রদান

২০১৩ সালের ১ জুন থেকে শুরু হয়েছে সিলিন্ডার পিছু ভর্তুকি প্রদান। সেই সময় কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সংযোগের মাধ্যমে গ্রাহকরা ভর্তুকি পেয়ে আসছেন।

উজ্জ্বলা গ্রাহকরা ঘোষণা মতোই পাবেন সিলিন্ডার

উজ্জ্বলা গ্রাহকরা ঘোষণা মতোই পাবেন সিলিন্ডার

তবে উজ্জ্বলার গ্রাহকরা এপ্রিল মাস থেকে বিনামূল্যে যেমন তিনমাসের জন্য সিলিন্ডার পেয়ে আসছেন, তারা সেরকমই পাবেন বলে তেলসংস্থাগুলির তরফে জানানো হয়েছে।

মোদীর আত্মনির্ভর ভারত গড়ার ডাকে সারা আধাসামরিক বাহিনীর! বড় ঘোষণা অমিত শাহরমোদীর আত্মনির্ভর ভারত গড়ার ডাকে সারা আধাসামরিক বাহিনীর! বড় ঘোষণা অমিত শাহর

English summary
No one get LPG subsidy for May 2020 due to the price comes down. It has comes down to Rs 190 this month.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X