For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বকেয়া মেটাতে পারব না, অন্য চাকরি খুঁজে নিন' কর্মীদের জানালেন নীরব মোদী

তাঁর সংস্থার লোকজনদের নীরব সাফ জানিয়ে দিয়েছেন, তিনি বকেয়া টাকা শোধ করতে পারবেন না। ফলে কর্মীরা নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে অন্য সংস্থায় কাজ খুঁজতে পারেন।

  • |
Google Oneindia Bengali News

পিএনবি কেলেঙ্কারির নায়ক নীরব মোদী টাকা নিয়ে কেটে পড়েছেন। বিদেশের বিলাসবহুল হোটেলের স্যুইটে বসে তিনি ভারতে চলা কেলেঙ্কারি নিয়ে শোরগোলের খবর রাখছেন এবং কখনও পিএনবিকে ইমেল করে খবর ফাঁস করার হুমকি দিচ্ছেন তো কখনও কর্মীদের কাজ ছেড়ে চলে যাওয়ার আবেদন করছেন।

'বকেয়া মেটাতে পারব না' কর্মীদের জানালেন নীরব মোদী

এবার যেমন সহকর্মী তথা তাঁর সংস্থার লোকজনদের নীরব সাফ জানিয়ে দিয়েছেন, তিনি বকেয়া টাকা শোধ করতে পারবেন না। ফলে কর্মীরা নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে অন্য সংস্থায় কাজ খুঁজতে পারেন।

নীরব চিঠি লিখে বলেছেন, সব স্টক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আটকে দেওয়া হয়েছে। আমাদের শোরুম, ফ্যাক্টরিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তাই এই মুহূর্তে আপনাদের বকেয়া মেটানোর মতো অবস্থা নেই আমার। তাই নিজেদের কেরিয়ারের কথা চিন্তা করে অন্য কাজ খুঁজে নিন।

'বকেয়া মেটাতে পারব না, অন্য চাকরি খুঁজে নিন' কর্মীদের জানালেন নীরব মোদী

নীরব মোদী ব্র্যান্ডকে জনপ্রিয় করার জন্য কর্মীদের চিঠিতে ধন্যবাদ জানিয়েছেন নীরব। লিখেছেন, সংস্থাকে গড়ে তোলার পিছনে আপনাদের দারুণ সাহায্য পেয়েছি। পিএনবি-র অভিযোগ সব গোলমাল করে দিয়েছে।

সংস্থার সুদিন ফিরলে ভবিষ্যতে পুরনো কর্মীদের আবার সংস্থার ফিরিয়ে আনার দাবি করেছেন নীরব। একইসঙ্গে জানিয়েছেন, স্টক ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের ব্যবহার করতে পারলেই কর্মীদের বকেয়া মিটিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম যেভাবে পিএনবি কাণ্ডে পিছনে পড়েছে তাতে সংস্থার ভবিষ্যত আগামিদিনে অন্ধকার বলে বুঝে গিয়েছেন নীরব মোদী। তাই আলাদা করে কর্মী বিক্ষোভের ভয়েই কী নতুন পদক্ষেপ করলেন নীরব মোদী তা অবশ্য জানা যায়নি।

English summary
PNB fraud star Nirav Modi says, not in a position to pay your dues, Asks staffs to leave company
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X