For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Modi Govts Scheme: নব বিবাহিত দম্পতিরা পেতে পারেন লক্ষ লক্ষ টাকা! একনজরে সরকারি প্রকল্প

Modi Govts Scheme: নব বিবাহিত দম্পতিরা পেতে পারেন লক্ষ লক্ষ টাকা! একনজরে সরকারি প্রকল্প

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের উদ্দেশ্য বিভিন্ন। যে প্রকল্পের কথা উল্লেখ করা হচ্ছে, সেখানে সরকার নববিবাহিক দম্পতিতের আড়াই লক্ষ টাকা দিয়ে থাকে। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে স্থানীয় সাংসদ কিংবা বিধায়কের কাছে যেতে হবে।

কোথায় এই প্রকল্পের জন্য আবেদন

কোথায় এই প্রকল্পের জন্য আবেদন

এই প্রকল্পের সুবিধা নিতে গেলে আবেদনকারীকে এলাকার সাংসদ কিংবা বিধায়কের কাছে যেতে হবে। তাঁরা সেই আবেদনপত্র আম্বেদকর ফাউন্ডেশনের অফিসে পাঠাবে। তবে আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পেতে রাজ্য সরকার কিংবা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে মনে রাখতে হবে, আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করে, নিয়ম মেনে জমা দিতে হবে।

কারা আবেদন করতে পারবেন

কারা আবেদন করতে পারবেন

এই প্রকল্পের অধীনে শুধুমাত্র সাধারণ শ্রেণির লোকেরা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে দলিত মহিলা কিংবা পুরুষকে বিয়ে করতে হবে। অর্থাৎ পাত্র-পাত্রীর মধ্যে যে কোনও একজনকে দলিত হতে হবে। যে ছেলেটি এবং যে মেয়েটি বিয়ে করতে তাঁরা কোনওভাবেই একই বর্ণের হবেন না। এছাড়াও বিয়ে হতে হবে ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইন অনুযায়ী। আর আবেদনকারীর ক্ষেত্রে প্রথম বিয়ে হতে হবে। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না।
পাশাপাশি এই প্রকল্পের সুবিধা নেওয়ার সময় দেখা হয়, আবেদনকারী কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারের অন্য কোনও প্রকল্পের সুবিধা নিচ্ছেন কিনা। কেউ যদি অন্য কোনও প্রকল্পের সুবিধা নেন, তাহলে সেই প্রকল্পের পাওয়া টাকার সুবিধা এই প্রকল্পের থেকে বাদ দেওয়া হয়। উদাহরণ স্বরূপ কেউ যদি অন্য কোনও প্রকল্পে ২৫ হাজার টাকার সুবিধা পান, তাহলে সরকার এই প্রকল্প থেকে ২৫ হাজার টাকা কেটে ২ লক্ষ ২৫ হাজার টাকা দেবে।

কীভাবে এই প্রকল্পের জন্য আবেদন

কীভাবে এই প্রকল্পের জন্য আবেদন

নব বিবাহিত দম্পতিদের এই আবেদনের সঙ্গে তাঁদের বর্ণের শংসাপত্র যুক্ত করে দিতে হবে। এছাড়া আবেদনপত্রের সঙ্গে বিয়ের সার্টিফিকেট জমা করতে হবে। এর সঙ্গে বিয়ে নিয়ে একটি হলফনামাও জমা দিতে হবে। আবেদনকরারীকে প্রমাণ করতে হবে, এটি তাঁর প্রথম বিয়ে। স্বামী-স্ত্রীর আয়ের প্রমাণপত্রও জমা দিতে হবে। দুজনের নামে থাকা আধার যুক্ত যুগ্ম ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দিতে হবে।
আবেদন জমার পরে তা পরীক্ষা করে দেখা হয়। বেশ কিছুদিন পরে সেই যুগ্ম অ্যাকাউন্টে ১.৫ লক্ষ টাকা দেওয়া হয়। আর বাকি ১ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে দেওয়া হয়।

 প্রকল্পের নাম

প্রকল্পের নাম

এই প্রকল্পের নাম সংক্ষেপে হল বিআর আম্বেদকর স্কিম। বিস্তারিত বললে, আন্তঃবর্ণ বিবাহের মাধ্যমে সামাজিক সংহতির জন্য ডঃ বিআর আম্বেদকর স্কিম। এক্ষেত্রে আয়ের কোনও ঊর্ধ্বসীমা নেই। আরও বিস্তারিত জানতে ক্লিক করুন http://www.ambedkarfoundation.nic.in/icms.html

English summary
Newly married couples can get lakhs of rupees through Dr. Ambedkar Scheme for Social Integration through Inter-Caste Marriage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X