For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন গাড়ি কেনার চিন্তা করছেন! তৈরি থাকুন দীর্ঘ মেয়াদি বিমার জন্য

সব সাধারণ বিমা সংস্থাগুলিকে গাড়ির দীর্ঘ মেয়াদী তৃতীয় পক্ষ বিমার জন্য নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। ১ সেপ্টেম্বর কিংবা তার পরবর্তী সময় থেকে এই নির্দেশ কার্যকরী হবে।

  • |
Google Oneindia Bengali News

সব সাধারণ বিমা সংস্থাগুলিকে গাড়ির দীর্ঘ মেয়াদী তৃতীয় পক্ষ বিমার জন্য নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। ১ সেপ্টেম্বর থেকে এই নির্দেশ কার্যকরী হবে।

নতুন গাড়ি কেনার চিন্তা করছেন! তৈরি থাকুন দীর্ঘ মেয়াদি বিমার জন্য

আদালতের নির্দেশ অনুযায়ী, বিমা কোম্পানিগুলি এখন শুধুমাত্র তিনবছরের জন্য গাড়ির বিমান বিক্রি করবে। তৃতীয় পক্ষ বিমার জন্য দুচাকার গাড়ির বিমা হবে পাঁচ বছরের। আগামী মাস থেকে তা কার্যকর হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে গাড়ির সম্ভাব্য ক্রেতাকে ২৪ হাজার টাকা কিংবা তার বেশি টাকা নতুন গাড়ির বিমার জন্য দিতে হবে। থার্ড পার্টি ইনসিওরেন্সের জন্য মোটর সাইকেলের ক্ষেত্রে দিতে হবে ১৩ হাজার টাকার ওপরে।

আইআরডিএআই-এর তরফে থেকে তৃতীয় পক্ষ বিমার জন্য সুপ্রিম কোর্টের আদেশ কার্যকর করতে সব সাধারণ বিমা সংস্থাগুলিকে বলা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে বিমা সংস্থাগুলিকে দীর্ঘমেয়াদি প্যাকেজ অফার করতে হবে। যার মধ্যে তৃতীয় পক্ষ বিমা ছাড়াও গাড়ির বিমাও থাকবে তিন কিংবা পাঁচ বছরের জন্য।

তৃতীয় পক্ষের বিমা এই কারণেই করতে বলা হচ্ছে, যদি দুর্ঘটনায় গাড়িতে থাকা তৃতীয় কোনও ব্যক্তির মৃত্যু হয়, তাহলে সেক্ষেত্রে বিমা কোম্পানির তরফে তৃতীয় ব্যক্তিকে বিমার সুবিধা পাইয়ে দেওয়া হবে। বিমার পরিভাষায় ওন ড্যামেজ ইনসিওরেন্স-এর অর্থ দুর্ঘটনায় গাড়ির বিমা।

২০১৮-র ২০ জুলাই সুপ্রিম কোর্ট দীর্ঘ মেয়াদি তৃতীয় পক্ষের বিমার জন্য নির্দেশ দিয়েছিল। তৃতীয় পক্ষ বিমার নতুন হার কার্যকর হবে ১ সেপ্টেম্বর ২০১৮ থেকে ৩১ মার্চ ২০১৯-এর মধ্যে কেনা গাড়ির ক্ষেত্রে। বিমা বিক্রির সময়ই তিন বছর বা পাঁচ বছরের জন্য( যে গাড়ির ক্ষেত্রে যেটা প্রযোজ্য) বিমার টাকা দিতে হবে। বিমাকারী কিংবা বিমা সংস্থা কেউই এই তৃতীয় পক্ষ বিমা বাতিল করতে পারবে না। জানানো হয়েছে আইআরডিএআই নির্দেশিকায়।

নতুন গাড়ি কেনার চিন্তা করছেন! তৈরি থাকুন দীর্ঘ মেয়াদি বিমার জন্য

নতুন গাড়ি কেনার চিন্তা করছেন! তৈরি থাকুন দীর্ঘ মেয়াদি বিমার জন্য

English summary
New vehicle buyers must pay up to Rs 24,000 on insurance from 1st September
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X