For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০ হাজার থেকে ১ লাখ টাকা বিনিয়োগ করে শুরু করুন ব্যবসা, কয়েকটি টিপস

যদি আপনি নতুন ব্যবসা শুরু করতে চলেছেন , তাহলে বেশি চিন্তা ভাবনা করে , অভাবনীয় অঙ্কের টাকা সংগ্রহের দরকার নেই। ৫০ হাজার টাকা বিনিয়োগ করেও দারুন ব্যবসা শুরু করতে পারেন আপনি।

  • |
Google Oneindia Bengali News

যদি আপনি নতুন ব্যবসা শুরু করতে চলেছেন , তাহলে বেশি চিন্তা ভাবনা করে , অভাবনীয় অঙ্কের টাকা সংগ্রহের দরকার নেই। ৫০ হাজার টাকা বিনিয়োগ করেও দারুন ব্যবসা শুরু করতে পারেন আপনি। ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের মাধ্যমে আপনি, নতুন ব্যবসার দিকে এগিয়ে যেতে পারেন। ডিলারশিপ ও ডিস্ট্রিবিউটারশিপের ব্যবসা আপনাকে উন্নতিক শিখরে নিয়ে যাতে পারে। দেশের সবচেয়ে বড় ই কমার্স সংস্থাগুলি দেশের বহু ডিস্ট্রিবিউটার ও ডিলারকে নিজের সঙ্গে রাখতে চায়। ফলে এই ব্যবসা বেশ লাভজনক বলে দাবি অনেক বিশেষজ্ঞের।

৫০ হাজার থেকে ১ লাখ টাকা বিনিয়োগ করে শুরু করুন ব্যবসা, কয়েকটি টিপস

ইকমার্স সংস্থাগুলি অনেক ধরনের উৎপাদিত পণ্য বিক্রি করে। এই সংস্থাগুলির নেটওয়ার্ক অনেক কটি চ্য়ানেলের সঙ্গে জড়িত থাকে। এরা টিভিতে বিজ্ঞাপন দিয়ে থাকে। ফলে উৎপাদিত পণ্য বিক্রি করার সঠিক মাধ্যম হয়ে থাকে এরা। এই ওয়েবসাইটগুলি নিজেদের গ্রাহকদের পর্যন্ত অনেক সহজে পৌঁছে যায়।

যদি আপনি আপনার জন্য কোনও সংস্থার ডিলারশিপ নেন , তাহলে আপনাকে বিনিয়োগ করতে হবে ৫০ হাজার টাকা। তবে ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার জন্য বিনিয়োগের খরচ একটু বেশি। সেক্ষেত্রে আপনাকে বিনিয়োগ করতে হবে ১ লাখ টাকা। তবে ব্যবসা এগোনোর সঙ্গে সঙ্গে আপনি লাভের মুখ দেখতে পাবেন।

তবে উৎাপাদিত পণ্য রাখার জন্য গুদামের ব্যবস্থা আপনাকে করতে হবে। প্রয়োজন ডেলিভারি বয়-এরও। প্রত্যেকটি ডেলিভারির জন্য আপনি পাবেন ৮০০ টাকার মার্জিন। কিছু উৎপাদিত পণ্যের ক্ষেত্রে ১০ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন পাওয়ার সুযোগ রয়েছে। একদিনে ৮ থেকে ১০ টি অর্ডার সহজে আসতে পারে আপনার কাছে। এই কাজে বুকিং পাওয়ার জন্য কিছু ব্য়ক্তির সঙ্গে জানা শুনো জরুরি, যাঁরা এই ধরনের কাজ করে থাকেন। এঁরা হলেন...

ভাবনা প্যাটেল-9039073601

রোশনি ধবন-9039 073602

দুশ্যন্ত-9713 346171

পীয়ূষ সুরিয়াবংশী-9039 073603

বিধিবদ্ধ সতর্কীকরণ: এই লেখা বিজ্ঞাপনের জন্য। যার তথ্য আপনি ওয়ানইন্ডিয়া মারফৎ পাচ্ছেন। আপনার ব্যবসা শুরু করা নিয়ে ওয়ানইন্ডিয়ার কোনও রকমের ভূমিকা নেই।

English summary
Here are some tips about a new business which you can start with the investment of Rs. 50,000 to One Lakh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X