For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি গেল রতন টাটার হাতে! দুবছর পরে ফের কাজ শুরু প্রস্তুতি

বিরোধী বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও তাতে কর্ণপাত না করে এয়ার ইন্ডিয়ার মতো আরও অনেক রাষ্ট্রয়ত্ত (Nationalised) সংস্থাকে বেসরকারি হাতে তুলে দিয়েছে মোদী (Narendra Modi) সরকার। সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একট

Google Oneindia Bengali News

বিরোধী বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও তাতে কর্ণপাত না করে এয়ার ইন্ডিয়ার মতো আরও অনেক রাষ্ট্রয়ত্ত (Nationalised) সংস্থাকে বেসরকারি হাতে তুলে দিয়েছে মোদী (Narendra Modi) সরকার। সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি সরকারি প্রতিষ্ঠান। সেই সংস্থাটিও তুলে দেওয়া হয়েছে রতন টাটার (Ratan Tata) হাতে। প্রথমে এই সংস্থাটি লোকসানে চলছিল। তার পরে ২০২০-র মার্চে সংস্থাটি বন্ধ হয়ে যায়।

রতন টাটার হাতে আরও এক সরকারি সংস্থা

রতন টাটার হাতে আরও এক সরকারি সংস্থা

প্রায় দুবছর বন্ধ থাকার পরে রাষ্ট্রায়ত্ত সংস্থা নীলাচল ইস্পাত নিগম লিমিটেড রতন টাটার হাতে। সঙ্গে সঙ্গে সেখানে কারখানার চাকাও ঘুরতে শুরু করেছে। এব্যাপারে টাটা স্টিলের সিইও জানিয়েছেন আগামী তিন মাসের মধ্যেনীলাচল স্টিল প্ল্যান্ট কাজ শুরু করবে।

২ বছর পরে কাজ শুরু

২ বছর পরে কাজ শুরু

টাটা স্টিলে ম্যানেডিং ডিরেক্টর নরেন্দ্রন জানিয়েছেন, তারা কারখানার পুরনো কর্মীদের সঙ্গে কাজ করতে এবং দুবছর ধরে বন্ধ থাকা কারখানাটি পুনরায় চালু করতে তৈরি। আগামী তিন মাসের মধ্যে উৎপাদন শুরু করার এবং পরবর্তী১২ মাসের মধ্যে ইনস্টল করার ক্ষমতা অর্জন করার আশা করছথেন। এছাড়াও টাটা স্টিল এই সংস্থার উৎপাদন ক্ষমতা ৫ মিলিয়ন টনে বাড়ানোর জন্যও পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি।

টাটাই বেশি দরপত্র দিয়েছে

টাটাই বেশি দরপত্র দিয়েছে

এটা উল্লেখ করা প্রয়োজন যে টাটাই নীলাচন ইস্পাত কিনতে সব থেকে বেশি টাকার দরপত্র দিয়েছে। টাটা গ্রুপের একটি সংস্থা টাটা স্টিল লং প্রোডাক্টস এই বছরের জানুয়ারিতে ১২,২০০ কোটি টাকায় নীলাচল স্টিলের ৯৩.৭১ শতাংশশেয়ার কিনে নেয়। লড়াইয়ে তারা পিছনে ফেলে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার, নলওয়া স্টিল অ্যান্ড পাওয়ার, জেএসডব্লু স্টিলের কনসর্টিয়ামকে পিছনে ফেলে দেয়।

কোম্পানি ঋণে ডুবে ছিল

কোম্পানি ঋণে ডুবে ছিল

ওড়িশার কলিঙ্গনগরের নীলাচল স্টিল ১.১ মেট্রিকটন উৎপাদন ক্ষমতা সম্পন্ন সরকারি সংস্থা ছিল। ব্যাপক লোকসানে চলার কারণে সেটি ২০২০-র মার্চে বন্ধ হয়ে যায়। ২০২১-এর ৩১ মার্চ পর্যন্ত সংস্থার ওপরে ঋণ ছিল ৬৬০০কোটি টাকার। এর মধ্যে প্রোমোটরদের ৪১১৬ কোটি টাকা এবং ব্যাঙ্কের পাওয়া ছিল ১৭৪১ কোটি টাকা। এছাড়াও অন্য পাওনাদান এবং কর্মীদেরও বড় বকেয়া রয়েছে।

SSKM-এর 'ভুয়ো' রিপোর্টের পরে AIIMS-কেও প্রভাবিত করার চেষ্টা! চিকিৎসকের নাম জানিয়ে বিস্ফোরক শুভেন্দুSSKM-এর 'ভুয়ো' রিপোর্টের পরে AIIMS-কেও প্রভাবিত করার চেষ্টা! চিকিৎসকের নাম জানিয়ে বিস্ফোরক শুভেন্দু

English summary
Nationalised Nilachal Ispat Nigam Limited goes to privatisation and in the hand of Ratan Tata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X