For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিলেকানির যোগদানে ফের নারায়ণমূর্তির পালে হাওয়া জোরদার ইনফোসিসে

ইনফোসিসের আর এক প্রতিষ্ঠাতা সদস্য নন্দন নিলেকানির নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে ফিরে এসে হাল ধরা। এক সপ্তাহের মধ্যেই ফের হাওয়া ঘুরে গেল নারায়ণমূর্তি দিকে।

  • |
Google Oneindia Bengali News

গত এক সপ্তাহে ইনফোসিসের উপর দিয়ে যেন ঝড় বয়ে গেল। একদিকে বিশাল সিক্কার সিইও পদ থেকে পদত্যাগ ও অন্যদিকে অন্যতম প্রতিষ্ঠাতা এনআর নারায়ণমূর্তিকে দোষারোপ করে যাওয়া। শুধু সিক্কাই নন, ইনফোসিসের পরিচালন বোর্ডও নারায়ণমূর্তিকে গোটা পরিস্থিতির জন্য দায়ী করেছিল।

নিলেকানির যোগদানে ফের নারায়ণমূর্তির পালে হাওয়া ইনফোসিসে

এরপরই ইনফোসিসের আর এক প্রতিষ্ঠাতা সদস্য নন্দন নিলেকানির নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে ফিরে এসে হাল ধরা। এক সপ্তাহের মধ্যেই ফের হাওয়া ঘুরে গেল নারায়ণমূর্তি দিকে।

বিশাল সিক্কার পদত্যাগের পরই বম্বে স্টক এক্সচেঞ্জে চিঠি দিয়ে গোটা ঘটনার জন্য নারায়ণমূর্তিকে দায়ী করেছিল পরিচালন বোর্ড। তবে তারপরে নিলেকানির ফিরে আসা ও একইসঙ্গে সিইও সিক্কা ও চেয়ারম্যান শেষাশয়ীর ইস্তফা পরিচালন বোর্ড গ্রহণ করার মধ্যে বেশ তাৎপর্য রয়েছে।

এই নিলেকানিকে সঙ্গে নিয়ে নারায়ণমূর্তি ইনফোসিস তৈরি করেন। সংস্থার বিপদে তাই এই দুজন এগিয়ে আসবেন সেটাই স্বাভাবিক। তাছাড়া পরিচালন বোর্ডও সরাসরি নারায়ণমূর্তিকে দায়ী করায় পরে তোপের মুখে পড়ে ব্যাকফুটে সরে গিয়েছে। ফলে প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ডের বিরুদ্ধে লড়াইয়ে আপাতত অ্যাডভান্টেজ নারায়ণমূর্তি। কারণ একইসঙ্গে আরও চার শীর্ষকর্তা ইনফোসিস থেকে সরে দাঁড়িয়েছেন। সবমিলিয়ে নারায়ণমূর্তি যা চেয়েছিলেন সেটাই হয়েছে।

English summary
Nandan Nilekani's return to Infosys turns wind in favour of Narayana Murthy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X